
কলকাতা: শুক্রবার লিওনেল মেসি গোল পাননি, হেরে গিয়েছিল আর্জেন্টিনা। ২৪ ঘণ্টার মধ্যে নেমে জোড়া গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। উয়েফা নেশনস লিগে পোল্যান্ডকে ৫-১ হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল পর্তুগাল। অন্য ম্যাচে ডেনমার্ককে ২-১ হারাল ইউরো চ্যাম্পিয়ন স্পেন। লাল কার্ড দেখে ১০ জন হয়ে যাওয়া ক্রোয়েশিয়াকে হারাল স্কটল্যান্ড।
পোল্যান্ডের হয়ে এদিন খেলেননি অধিনায়ক ও তারকা স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি। তা সত্ত্বেও ভালো লড়াই দিচ্ছিল তারা। প্রথমার্ধ গোলশূন্যই থেকে যায়। ৫৯ মিনিটে রাফায়েল লিয়াও প্রথম গোল করতেই যেন গোলের দরজা খুলে যায়। লিয়াওয়ের গোলে সহায়তা করেন নুনো মেন্ডেজ।
আরও পড়ুন: নিলামের টেবিল থেকে ৩ বিদেশী তারকাকে ফেরাবে KKR
Invictos a caminho dos quartos! ?? pic.twitter.com/qBz58DCXew
— Cristiano Ronaldo (@Cristiano) November 15, 2024
সি আর সেভেন তাঁর প্রথম গোল করেন ৭২ মিনিটে। বক্সের মধ্যে বল পোলিশ ডিফেন্ডারের হাতে লাগলে রেফারি পেনাল্টি দেন। পেনাল্টি থেকে ২-০ করেন রোনাল্ডো। এরপর স্কোরশিটে নাম তোলেন ব্রুনো ফার্নান্ডেজ। তাঁর গোলটাই দিনের সেরা। ২০ গজ দূর থেকে গোলার মতো শটে জাল কাঁপিয়ে দেন ম্যান ইউয়ের খেলোয়াড়। ইদানীং গোলের মধ্যেই আছেন তিনি।
পর্তুগিজদের হয়ে চতুর্থ গোল দিলেন পেদ্রো নেতো। এক্ষেত্রে অ্যাসিস্ট করেছেন রোনাল্ডো। ৮৭ মিনিটে ভিতিনহার ক্রস থেকে বাইসাইকেল কিকে নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোল করেন রোনাল্ডো। এই বয়সেও যা করে দেখাচ্ছেন, তরুণরাও লজ্জা পাবে। ম্যাচের একদম শেষ লগ্নে পোল্যান্ডের হয়ে সান্ত্বনাদায়ক গোল করেন ডমিনিক মার্কজুক।