কলকাতা: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) দুঃসময় চলছেই। বৃহস্পতিবার উলভারহ্যাম্পটনের বিরুদ্ধে ২-০ হেরে গেল রুবেন অ্যামোরিমের (Ruben Amorim) দল। ৪৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যান অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজ (Bruno Fernandez)। তার কিছুক্ষণ পরেই প্রথম গোল হজম করে ওল্ড ট্রাফোর্ডের (Old Trafford) ক্লাব। ৯০+৮ মিনিটে দ্বিতীয় গোলে পরাজয় নিশ্চিত হয়ে যায়।
এই নিয়ে ১০টি ম্যাচ হয়ে গেল অ্যামোরিমের, তার মধ্যে পাঁচটি ম্যাচেই হার হয়েছে। এই মুহূর্তে প্রিমিয়ার লিগে ১৪ নম্বরে ধুঁকছে তাঁর দল। এককালে ইউরোপ শাসন করত যে ক্লাব, আজ তা ছোট ছোট দলের কাছে পর্যুদস্ত হচ্ছে। কবে আবার স্বমহিমায়, পুরনো গরিমায় ফিরবে ইউনাইটেড? স্বয়ং কোচ বলছেন তিনি জানেন না।
উলভস ম্যাচের পর অ্যামোরিম বলেন, “এই আইডিয়া ফলপ্রসূ হতে সময় লাগবে। আমি আগেই বলেছিলাম, কঠিন সময় আসতে চলেছে এবং সেই কঠিন সময় শেষ হওয়ার থেকে অনেক দূরে আছি আমরা। আমাদের এর পরের ম্যাচে ফোকাস করতে হবে।”
আরও পড়ুন: বিশেষ সুবিধা পাননি কোহলি, ধাক্কা কাণ্ডে দাবি সানির
ম্যান ইউ কোচকে প্রশ্ন করা হয়, তাঁর স্টাইলের ফুটবল কবে সফল হবে। তার জবাবে অ্যামোরিম বলেন, “আমি জানি না, আমার কোনও ধারণাই নেই। কতদিন লাগবে তা এখনই না ভেবে একটা একটা করে ম্যাচ দেখব।” প্রিমিয়ার লিগে পরের তিনটি ম্যাচে ম্যান ইউয়ের প্রতিপক্ষ যথাক্রমে নিউকাসল ইউনাইটেড, নটিংহ্যাম ফরেস্ট এবং আর্সেনাল। অর্থাৎ আরও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে চলেছে অ্যামোরিমের ইউনাইটেড।
দেখুন অন্য খবর: