কলকাতা: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) হেড কোচ হিসেবে প্রথম জয় পেলেন রুবেন অ্যামোরিম (Ruben Amorim)। উয়েফা ইউরোপা লিগে বোরো-গ্লিমটকে তাঁর দল হারাল ৩-২ ফলে। ওল্ড ট্রাফোর্ডের (Old Trafford) ডাগ আউটে এই প্রথমবার বসলেন পর্তুগিজ কোচ, খুব দাপট দেখাতে না পারলেও জিতে সমর্থকদের খুশি করতে পেরেছেন তিনি।
এদিন জোড়া গোল করেন র্যাসমুস হোয়লুন্ড (Rasmus Hojlund), একটি গোল আলেহান্দ্রো গারনাচোর (Alejandro Garnacho), কিন্তু তাতেও আসল কৃতিত্ব হোয়লুন্ডের। খেলার ৪৯ সেকেন্ডে এগিয়ে যায় ম্যান ইউ। ডিফেন্ডারের ব্যাক পাস সামলাতে পারেননি বোরোর গোলকিপার, তাঁকে দুর্দান্ত প্রেস করেন হোয়লুন্ড, ফাঁক তালে গোল করে দেন গারনাচো। এরপর পরপর দুটো গোল খায় অ্যামোরিমের দল।
আরও পড়ুন: ‘অর্জুন’ শামি কি লক্ষ্যভেদ করবেন? ‘পাঁচ দিনের’ অগ্নিপরীক্ষায় উতরোলে অস্ট্রেলিয়া
Good morning, Reds 😄#MUFC pic.twitter.com/d5Fh0suITP
— Manchester United (@ManUtd) November 29, 2024
হাই ডিফেন্সিভ লাইনে খেলাচ্ছেন অ্যামোরিম। এই কৌশলে আক্রমণে যেমন ঝাঁজ বাড়ে, অসতর্ক হলে রক্ষণ চাপে পড়ে।। এদিন সেটাই হল। কাউন্টার অ্যাটাকে ১৯ ও ২৩ মিনিটে জোড়া গোল হজম করে ম্যান ইউ। প্রথমার্ধ শেষ হওয়ার মুখে ২-২ করে দেন হোয়লুন্ড। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পাঁচ মিনিটের মাথায় ফের গোল করেন তিনি, এবং তাঁর দল ৩-২ এগিয়ে যায়। এরপরে আর কোনও গোল হয়নি।
এদিনের অন্য আর এক ম্যাচে রোমার বিরুদ্ধে ২-২ ড্র করল টটেনহ্যাম। ম্যাচের শুরুতে বক্সের মধ্যে ফাউল করে টটেনহ্যামকে পেনাল্টি উপহার দিয়েছিলেন বহু যুদ্ধের সৈনিক ম্যাটস হামেলস। সংযুক্ত সময়ে তিনিই গোল করে রোমার হার বাঁচালেন। তবে সন হিউং মিন, ডমিনিক সোলাঙ্কিরা সহজ সহজ সুযোগ নষ্ট না করলে ইংলিশ ক্লাব ম্যাচ সহজেই জিতত।