Placeholder canvas
HomeBig news‘বিরাট’ রেকর্ডে গর্বিত 'ঈশ্বর', কী বার্তা দিলেন?

‘বিরাট’ রেকর্ডে গর্বিত ‘ঈশ্বর’, কী বার্তা দিলেন?

মুম্বই: বিরাট কোহলির (Virat Kohli) কৃতিত্বে গর্বিত ভারতীয় ক্রিকেটের ঈশ্বর। শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ঘরের মাঠে, তাঁর সামনেই ওডিআই কেরিয়ারের ৫০তম শতরান করেন কোহলি। ভেঙে দেন শচীনের ৪৯ সেঞ্চুরির রেকর্ড। শতরান পূর্ণ হতেই উঠে দাঁড়িয়ে হাততালি দেন মাস্টার ব্লাস্টার (Master Blaster)। হাততালি দিচ্ছিলেন প্রাক্তন ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যামও (David Beckham)। ভারতের ইনিংস শেষ হতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শচীন।

কী লিখলেন তিনি?

কোহলির রেকর্ডে খানিকটা আবেগতাড়িত হয়ে পড়েছেন লিটল মাস্টার। লেখা শুরু করেন কোহলির সঙ্গে প্রথম দেখা থেকে। শচীন লেখেন, “ভারতীয় ড্রেসিং রুমে তোমায় যখন প্রথম দেখেছিলাম, আমার পা ছোঁয়ার জন্য টিমমেটরা তোমার সঙ্গে প্র‍্যাঙ্ক করেছিল। আমি সেদিন হাসি থামাতে পারিনি। কিন্তু খুব তাড়াতাড়ি তুমি তোমার প্যাশন এবং স্কিল দিয়ে আমার মন ছুঁয়েছিল। সেই বাচ্চা ছেলেটা ‘বিরাট’ খেলোয়াড়ে পরিণত হয়েছে।”

আরও পড়ুন: সেঞ্চুরির হাফ-সেঞ্চুরি, ঈশ্বরের মাঠেই ঈশ্বরকে ছাড়ালেন কোহলি  

 

শচীন আরও লেখেন, “একজন ভারতীয় আমার রেকর্ড ভেঙেছে তাই এর থেকে বেশি খুশি হতে পারতাম না। আর সেটা সবথেকে বড় মঞ্চে, বিশ্বকাপ সেমিফাইনালে এবং আমার ঘরের মাঠে যেন সোনায় সোহাগা।”

পূর্বসূরি যেমন উদাত্ত প্রশংসা করেছেন, সম্মান প্রদর্শনে কখনও কার্পণ্য করেননি উত্তরসূরিও। ইডেনে শচীনকে ছুঁয়ে কোহলি বলেছিলেন, “ওঁর সঙ্গে আমার তুলনা করবেন না। ব্যাটিংয়ের ক্ষেত্রে উনি নিখুঁত।”সেদিন পূর্বসূরির প্রতি শ্রদ্ধা ঝরে পড়ছিল কোহলির কথায়। এদিন পঞ্চাশতম শতরান হতেই প্রথমে স্বভাবসিদ্ধ লাফ আর তারপরেই হাঁটু গেঁড়ে শচীনকে প্রণাম করলেন। এদিকে গ্যালারিতে বসা অনুষ্কা শর্মা ফ্লাইং কিস দিলেন স্বামীকে।

Stadium Bulletin | শচীন তেণ্ডুলকরের নার্সারিতে কলকাতা টিভি

RELATED ARTICLES

Most Popular

Recent Comments