নয়াদিল্লি: সোমবারের বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে কোনও আগ্রহই ছিল না। সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে দুই দেশই। এখন শুধু চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন লক্ষ্য। কিন্তু এই ‘নিরীহ’ ম্যাচ নিয়েই সরগরম ক্রিকেট বিশ্ব। খেলাটার সমগ্র ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ‘টাইমড আউট’ (Timed Out) হন শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথেউজ (Angelo Mathews)। তার জন্য তীব্র সমালোচনার মুখে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান (Shakib Al Hasan)। কারণ তিনিই আউটের জন্য আম্পায়ারদের কাছে আবেদন করেছিলেন।
এই ঘটনার নিন্দা করছে ক্রিকেট মহল। প্রাক্তন ক্রিকেটার, বিশেষজ্ঞেরা কেউ সাকিবকে সমর্থন করছেন না। হরভজন সিং, মহম্মদ কাইফ, শোয়েব আখতাররা মনে করছেন, সাকিব মোটেই ঠিক কাজ করেননি, ক্রিকেটীয় স্পিরিটের পরিপন্থী এই আউট।
আরও পড়ুন: দঃ আফ্রিকা ম্যাচের সেরা ফিল্ডারের পদক কার?
Purely on cricketing talent , Shakib Al Hasan would have been considered as one of the greats of the game. But be it being banned after the 2019 World Cup for failing to report approach, intimidating umpires, considering himself bigger than the game, it’s no surprise what he did…
— Venkatesh Prasad (@venkateshprasad) November 7, 2023
প্রাক্তন ভারতীয় পেসার ভেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad) তো সাকিবকে তুলোধোনা করেছেন। টেনে এনেছেন পুরনো প্রসঙ্গ। টুইট করে তিনি লেখেন, ক্রিকেটীয় প্রতিভায় অন্যতম সেরা হিসেবে বিবেচিত হত সাকিব আল হাসান। ২০১৯ বিশ্বকাপের পর ব্যান হওয়া থেকে আম্পায়ারকে ভয় দেখানো, এই খেলার থেকেও নিজেকে বড় ভাবার পর সোমবারের ঘটনা আশ্চর্যের কিছু নয়।
Absolutely rubbish firstly asking by Shakib and thn umpires giving Angelo Matthew’s out like that totally nonsense #patheticrules #BANvSL @Angelo69Mathews @ICC
— Harbhajan Turbanator (@harbhajan_singh) November 6, 2023
Shakib should believe in winning, but not ‘winning at all cost’. That was shameful. #AngeloMathews
— Mohammad Kaif (@MohammadKaif) November 6, 2023
হরভজন সিং (Harbhajan Singh) লিখেছেন, প্রথমে সাকিবের আবেদন তারপর আম্পায়ারদের আউট দেওয়া, সবটাই একেবারে জঘন্য ব্যাপার। মহম্মদ কাইফ (Mohammad Kaif) বললেন, সাকিবের জেতার প্রতি বিশ্বাস ঠিক আছে, কিন্তু যে করে হোক জিততে হবে, এটা ঠিক নয়। বিষয়টা লজ্জাজনক।
Very much against spirit of cricket. I know its in the rule book but since no one has ever appealed before, Shakib could have avoided this too. #TimeOut
— Shoaib Akhtar (@shoaib100mph) November 6, 2023
প্রাক্তন পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার (Shoaib Akhtar) বলছেন, প্রবলভাবে ক্রিকেটের স্পিরিটের বিরোধী। আমি জানি এটা রুল বুকের মধ্যে পড়ে কিন্তু আজ পর্যন্ত কেউ এই আউটের জন্য আবেদন করেনি, সাকিবও ব্যাপারটা এড়িয়ে যেতে পারত।