কলকাতা: নব কলেবরে প্রকাশিত হল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) সূচি। এ বছর থেকে তুলে দেওয়া হয়েছে চিরাচরিত গ্রুপ পর্ব। তার জায়গায় আনা হয়েছে ‘লিগ ফেজ’। অংশগ্রহণকারী দলের সংখ্যা ৩২ থেকে ৩৯ করা হয়েছে। ৩৯ দলকে ভাগ করা হয়েছে চারটি পটে। এক একটি দল প্রতি পটের দুটি করে দলের বিরুদ্ধে হোম-অ্যাওয়ে সিস্টেমে মোট আটটি ম্যাচ খেলবে। আটটি ম্যাচই হবে আলাদা আলাদা প্রতিপক্ষের বিরুদ্ধে।
কোন দল কাদের বিরুদ্ধে লিগ ফেজে খেলবে তা ঠিক করে নেওয়া হল প্রযুক্তির সাহায্যে। এদিন সূচি ঘোষণার অনুষ্ঠানে এই টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo) পুরস্কৃত করা হয়। তিনিই সফটওয়্যারের বোতাম টিপে লিগ ফেজের দামামা বাজিয়ে দিলেন।
আরও পড়ুন: রেকর্ড ছোঁয়া সেঞ্চুরি থর্পকে উৎসর্গ করলেন জো রুট
গত বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ খেলবে বরুসিয়া ডর্টমুন্ড (হোম), লিভারপুল (অ্যাওয়ে), এসি মিলান (হোম), আটালান্টা (অ্যাওয়ে), সালজবার্গ (হোম), লিলে (অ্যাওয়ে), স্টুটগার্ট (হোম) এবং ব্রেস্ট-এর বিরুদ্ধে (অ্যাওয়ে)।
প্রিমিয়ার লিগজয়ী ম্যান সিটি খেলবে ইন্টার মিলান (হোম), পিএসজি (অ্যাওয়ে), ক্লাব ব্রাগ (হোম), জুভেন্তাস (অ্যাওয়ে), ফেয়েনুর্দ (হোম), স্পোর্টিং লিসবন (অ্যাওয়ে), প্রাহা (হোম) এবং ব্রাতিস্লাভার (অ্যাওয়ে) বিরুদ্ধে।
🗣️ SIUUUUUU @Cristiano 😀
#UCLdraw pic.twitter.com/WtXy62vA9g— UEFA Champions League (@ChampionsLeague) August 29, 2024
বায়ার্ন মিউনিউখের প্রতিপক্ষ পিএসজি (হোম), বার্সেলোনা (অ্যাওয়ে), বেনফিকা (হোম), শাখতার (অ্যাওয়ে), ডায়নামো (হোম), ফেয়েনুর্দ (অ্যাওয়ে), ব্রাতিস্লাভা (হোম) এবং অ্যাস্টন ভিলার (অ্যাওয়ে) বিরুদ্ধে।
পিএসজিকে খেলবে ম্যান সিটি (হোম), বায়ার্ন (অ্যাওয়ে), অ্যাতলেটিকো মাদ্রিদ (হোম), আর্সেনাল (অ্যাওয়ে), পিএসভি (হোম), সালজবার্গ (অ্যাওয়ে), জিরোনা (হোম) এবং স্টুটগার্টের (অ্যাওয়ে) বিরুদ্ধে।
বার্সেলোনার প্রতিপক্ষ বায়ার্ন (হোম), ডর্টমুন্ড (অ্যাওয়ে), আটালান্টা (হোম), বেনফিকা (অ্যাওয়ে), ইয়ং বয়েজ (হোম), সেভেরনা ভেজদার (অ্যাওয়ে), ব্রেস্ট (হোম) এবং মোনাকো (অ্যাওয়ে)।
লিভারপুলের প্রতিপক্ষ রিয়াল (হোম), লাইপজিগ (অ্যাওয়ে), লেভারকুসেন (হোম), এসি মিলান (অ্যাওয়ে), লিলে (হোম), পিএসভি (অ্যাওয়ে), বোলোনা (হোম) এবং জিরোনা (অ্যাওয়ে)।