কলকাতা: বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন (VYBK) চত্বরে ভারতীয় ন্যায়সংহিতার ১৬৩ ধারা জারি করল বিধাননগর পুলিশ কমিশনারেট (Bidhannagar Police Commissionerate)। ১৬৩ ধারা জারি করা হয়েছে বিকেল ৪টে থেকে রাত ১২টা পর্যন্ত। রবিবার কলকাতা ডার্বিতে (Kolkata Derby) আরজি কর কাণ্ডের প্রতিবাদ প্রদর্শনের জেরে অশান্তির আশঙ্কায় গতকালই বাতিল করা হয়েছিল ম্যাচ। এরপর বহু মোহনবাগান (Mohun Bagan) এবং ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের সমর্থক সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে স্টেডিয়াম চত্বরে জমায়েতের উদ্যোগ নেন। মহামেডান ক্লাবের সমর্থকদের একাংশও যোগ দিতে চেয়েছিলেন। নিরাপত্তার কারণ দেখিয়ে সেই জমায়েত আটকাতে ১৬৩ ধারা জারি করা হল।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন সিটির বিরুদ্ধে আজ চেলসির কঠিন লড়াই
বিধাননগর কমিশনারেটের তরফে জানানো হয়েছে, তারা গোপন সূত্রে জানতে পেরেছেন, প্রতিবাদ প্রদর্শনের এই জমায়েতে কিছু দুষ্কৃতী ঢুকে পড়ে অশান্তির সৃষ্টি করতে পারে। সতর্কতা অবলম্বন করতে তাই ১৬৩ ধারা জারি। ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে স্টেডিয়াম চত্বর। প্রসঙ্গত, ফৌজদারি দণ্ডবিধির ১৪৪ ধারার মতোই ন্যায়সংহিতার ১৬৩ ধারা।
দেখুন অন্য খবর: