কলকাতা: নেস ওয়াদিয়ার (Ness Wadia) সঙ্গে ঝামেলায় জড়ালেন শাহরুখ খান (Shah Rukh Khan)। আইপিএলের (IPL) ফ্র্যাঞ্চাইজি মালিকদের নিয়ে এক বৈঠকের আয়োজন করেছিল বিসিসিআই (BCCI)। সেই বৈঠকের বিবাদে জড়ান পঞ্জাব কিংস (PBKS) এবং কলকাতা নাইট রাইডার্সের (KKR) মালিক। জানা গিয়েছে, প্রত্যেক দল তাদের কতজন খেলোয়াড়কে ধরে রাখতে পারবে তা নিয়েই বাদানুবাদ হয় দুজনের।
বুধবার বিসিসিআই জানিয়েছিল, দলের মালিকদের সঙ্গে ইতিবাচক কথাবার্তা হয়েছে, বৈঠকের আলোচনার উপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সবথেকে বেশি নজর থাকবে ‘প্লেয়ার রিটেনশন’ অর্থাৎ সবথেকে বেশি কতজনকে ধরে রাখা যাবে তার উপর। এ বছরের শেষের দিকে মেগা নিলাম হওয়ার কথা। কিন্তু অনেকেই এর বিরোধী।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে বাগানের ‘উপহার’, চুক্তি বাড়ল পেত্রাতসের
শেষ মরসুমে চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। দলের প্রত্যেকে দুর্দান্ত পারফর্ম করেছেন। স্বাভাবিকভাবেই, শাহরুখ চাইছেন সেই দলের যত বেশি সম্ভব সদস্যকে ধরে রাখা যায়। তাতে দলের মূল ধাঁচা একই থাকবে। কিন্তু প্রীতি জিন্টার স্বামী শাহরুখের মতের উল্টোদিকে অবস্থান করছেন। তা নিয়েই উত্তপ্ত বাদানুবাদ। বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, মেগা নিলামের বিরোধিতা করেছেন শাহরুখ।
মিটিংয়ে অংশ নেওয়া দলের মালিক বা সহ-মালিকদের মধ্যে ছিলেন কলকাতা নাইট রাইডার্সের শাহরুখ খান, সানরাইজার্স হায়দরাবাদের কাব্য মারান, পঞ্জাব কিংসের নেস ওয়াদিয়া, সঞ্জীব গোয়েঙ্কা তার ছেলে শাশ্বত লখনউ সুপার জায়ান্টস থেকে, দিল্লি ক্যাপিটালসের কে কে গ্র্যান্ড এবং পার্থ জিন্দাল, রাজস্থান রয়্যালস থেকে মনোজ বাদালে এবং রঞ্জিত বার্থাকুর, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু থেকে প্রথমেশ মিশ্র, চেন্নাই সুপার কিংস থেকে কাশী বিশ্বনাথন এবং রূপা গুরুনাথ, গুজরাট টাইটানস থেকে অমিত সোনি। মুম্বই ইন্ডিয়ান্সের মালিকরা অনলাইনে অংশ নিয়েছিলেন।
দেখুন অন্য খবর: