ইন্দোর: রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2024-25) রুদ্ধশ্বাস জয় পেল বাংলা (Bengal)। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে মধ্যপ্রদেশকে ১১ রানে হারিয়ে দিল অনুষ্টুপ মজুমদারের দল। প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিলেন মহম্মদ শামি (Mohammd Shami)। শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed) পেলেন চার উইকেট।
চতুর্থ ইনিংসে মধ্যপ্রদেশকে ৩৩৮ রানের টার্গেট দিয়েছিল বাংলা। ওপেনিং জুটিতে মধ্যপ্রদেশ ৮৪ রান করে ফেলার হিমাংশু মন্ত্রীকে আউট করে রোহিত কুমার। অন্য ওপেনার শুভ্রাংশু সেনাপতি ৫০ করে শাহবাজের বলে বোল্ড হন। অনুভব আগরওয়ালকে ফেরান শামি। মধ্যপ্রদেশ তখন ১২৮ রানে ৩ উইকেট।
আরও পড়ুন: হেরে গেলেন বক্সিং কিংবদন্তি মাইক টাইসন!
এরপর শুভম শর্মার সঙ্গে ইনিংস সামলাচ্ছিলেন তারকা ব্যাটার রজত পতিদার (Rajat Patidar)। কিন্তু ব্যক্তিগত ৩২ রানে শামির বলে বোল্ড হয়ে যান তিনি। কিছুক্ষণের মধ্যে পঞ্চম উইকেট পড়ে যায় মধ্যপ্রদেশের, রান তখন ১৬১। এরপর শুভম শর্মাকে নিয়ে ৯৬ রানের পার্টনারশিপ গড়ে দলকে জয়ের রাস্তায় এগিয়ে নিয়ে যান প্রাক্তন কেকেআর অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। পাঁচ উইকেটে ২৫৫ রান উঠে যায়।
এখান থেকে বোলাররা মিলেজুলে বাংলাকে ম্যাচে ফেরান। শর্মা ৬১ এবং আইয়ার ৫৩ রানে প্যাভিলিয়নে ফেরেন। ২৫৫\৫ থেকে ৩২৬ রানে অল আউট হয়ে যায় মধ্যপ্রদেশ। প্রথম ইনিংসে অল আউট হয়ে গিয়েছিল বাংলা। সেখান থেকে শামির সহ বোলারদের পারফরম্যান্স দলকে ম্যাচে ফেরায়, ১৬৭ রানে অল আউট হয়ে যান পতিদাররা। ওখানেই ম্যাচে অনেকটা এগিয়ে যায় বাংলা।