কলকাতা টিভি ওয়েবডেস্ক: অসুস্থতাকে হার মানিয়েও মাঠে নেমেছিলেন তিনি| পাকিস্তানের হয়ে ওপেনিংয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন মহম্মদ রিজওয়ান| গোটা প্রতিযোগিতাতেই নজরকাড়া পারফরম্যান্স তাঁর| কিন্তু শেষপর্যন্ত স্বপ্নপূরণ হয়নি পাকিস্তানের|
রিজওয়ানের দুরন্ত ইনিংসও কাজে দেয়নি| অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হেরে টি টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালেই থেমে গিয়েছে পাকিস্তানের দৌড়| ম্যাচের আগে দুদিন হাসপাতাল ভর্তি তিনি| লড়াইটা তখন থেকেই শুরু| সেই ছবিই এবার সবার সামনে|
অস্ট্রেলিয়ার কাছে হারের পরই হাসপাতালে মহম্মদ রিজওয়ানের ছবি প্রকাশ্যে| যদিও তিনি নিজে সেই ছবি দেননি| সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন শোয়েব আখতার| আর তা দেখে রীতীমত চমকে উঠছেন সকলে|
Can you imagine this guy played for his country today & gave his best.
He was in the hospital last two days.
Massive respect @iMRizwanPak .
Hero. pic.twitter.com/kdpYukcm5I— Shoaib Akhtar (@shoaib100mph) November 11, 2021
ম্যাচের দু দিন আগে হঠাত্ই অসুস্থ হয়ে পড়েন তিনি| হাল্কা জ্বর| সেইসঙ্গে চেস্ট ইনফক্সন হয়ে যায় পাকিস্তানের তারকা ক্রিকেটারর| হাসপাতালে ভর্তি পর্যন্ত হতে হয় তাঁকে| কিন্তু মাঠে ফেরার জেদটা ছাড়েননি| তাই তো হাসপাতাল থেকে লড়াই করে ফের মাঠে ফিরেছিলেন|
শুধু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে পারেনি তারা| কিন্তু মহম্মদ রিজওয়ানের সেই ছবি সকলের মন ছুঁয়ে গিয়েছে| সোশ্যাল সাইটেও তা রীতিমত ভাইরাল|