কলকাতা: জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা বোলার। তিন ধরনের ফর্ম্যাটেই ভারতের সেরা অস্ত্র তিনি। চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতেও (Border-Gavaskar Trophy) বুঝিয়ে দিচ্ছেন, অস্ট্রেলিয়ার ২০ উইকেট তুলতে রোহিত শর্মা (Rohit Sharma) কেন তাঁর উপরেই ভরসা করছেন। তবে পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতারের (Shoaib Akhtar) মতে, বুমরার শুধুমাত্র সাদা বলের ক্রিকেট খেলা উচিত।
এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, “টেস্ট ক্রিকেটে লম্বা স্পেলে বল করতে হয়। ব্যাটাররা আক্রমণ করে না, তাই লেন্থ অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। তখন বল সিম না করলে বোলাররা চাপে পড়ে যায়। চাপে পড়লে দল প্রশ্ন করতে থাকে। আমার মনে হয় বুমরা টেস্ট ক্রিকেটে উইকেট নেওয়ার জন্য যথেষ্ট ভালো বোলার।”
আরও পড়ুন: ব্রিসবেনে খেলা শুরুর সময় বদলে গেল, কেন জেনে নিন
শোয়েব আরও বলেন, “যদিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে বিশেষ কিছু করতে পারেনি, তবে এরকম হতেই পারে। ও যদি টেস্ট ক্রিকেট খেলা চালিয়ে যেতে চায় তাহলে গতি বাড়াতে হবে। কিন্তু গতি বাড়ালে চোট পাওয়ার ঝুঁকি বাড়বে। আমি যদি জসপ্রীত বুমরা হতাম তাহলে শুধু ছোট ফর্ম্যাটে খেলতাম।”
সাদা বলের ফর্ম্যাটে বুমরার প্রশংসা করে শোয়েব বলেন, “ছোট ফর্ম্যাটের জন্য ও খুবই ভালো ফাস্ট বোলার। ও লাইন-লেন্থ বোঝে, ও অসাধারণ নিখুঁত। আমার মনে হয় ডেথ ওভারে, পাওয়ার প্লে-তে দারুণ বল করে এবং বল দু’দিকেই সুইং করাতে পারে।”
দেখুন অন্য খবর: