
কলকাতা: ২০২৪ সালের শেষটা ভালো হচ্ছে না লিওনেল মেসির (Lionel Messi)। কিছুদিন আগে নক আউট পর্বে ছিটকে গিয়েছিল ইন্টার মায়ামি। এবার প্যারাগুয়ের কাছে হারল আর্জেন্টিনা (Argentina)। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে প্রথমে গোল করেও ২-১ হারতে হল মেসিদের। অন্যদিকে ব্রাজিলের (Brazil) জার্সিতে ফের জঘন্য পারফরম্যান্স দিলেন ভিনিসিয়াস জুনিয়র (Vinicius Jr)। ভেনিজুয়েলার বিরুদ্ধে ১-১ ড্র করল সেলেকাওরা।
রিয়াল মাদ্রিদের জার্সিতে যিনি জাদু দেখান তাঁর ব্রাজিলের হলুদ জার্সি গায়ে চাপালেই কী যে হয়। এদিন পেনাল্টি নষ্ট করেছেন, শুধু তাই নয় অত্যন্ত খারাপ পারফরম্যান্স করেছেন। পছন্দের লেফট উইংয়েই খেলানো হয়েছিল তাঁকে। গোল করে ব্রাজিলের মান রেখেছেন বার্সেলোনার ফরোয়ার্ড রাফিনহা (Rafinha)।
আরও পড়ুন: ইংল্যান্ডের বড় জয়, বেলজিয়ামকে হারাল ইতালি
৪৩ মিনিটে রাফিনহার গোলেই এগিয়ে যায় ব্রাজিল। কিন্তু দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গোল শোধ করে দেয় ভেনিজুয়েলা। ৬০ মিনিটের দিকে পেনাল্টি পায় ব্রাজিল যা বারে মেরে বসেন ভিনি এবং ফিরতি বলেও গোল করতে পারেননি। ম্যাচ যত শেষের দিকে গিয়েছে, তত হতাশ দেখিয়েছে ভিনিসিয়াসকে।
এদিকে ১১ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাতারো মার্তিনেজ (Lautaro Martinez)। ১৯ মিনিটের মাথায় দুর্দান্ত বাইসাইকেল কিকে প্যারাগুয়ের হয়ে সমতা ফেরান আন্তনিও সানাব্রিয়া। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার এক মিনিটের মধ্যে প্যারাগুয়ের হয়ে জয়সূচক গোল করেন ওমার আলদ্রেতে। এই গোলের পাস দিয়েছেন দিয়েগো গোমেজ যিনি আবার ইন্টার মায়ামিতে মেসির সতীর্থ।
দেখুন অন্য খবর: