Placeholder canvas
HomeBig news৬৭ বলে বিস্ফোরক শতরান শ্রেয়স আইয়ারের

৬৭ বলে বিস্ফোরক শতরান শ্রেয়স আইয়ারের

মুম্বই: কিছুক্ষণ আগে ওডিআই কেরিয়ারের ৫০তম শতরান করে শচীন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) পেরিয়ে গিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। ১১৭ রান করে আউট হয়ে গেলেও ওয়াংখেড়ে স্টেডিয়ামের দর্শককুল কোহলিময়। সেখানে ভাগ বসালেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। নেদারল্যান্ডসের পর সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও সেঞ্চুরি হাঁকালেন তিনি। তাঁর এই ইনিং কোহলির মতো ধ্রুপদী নয়, বরং বিস্ফোরক। ১০০ করতে মাত্র ৬৭ বল খরচ করলেন শ্রেয়স।

বিশ্বকাপের শুরুর দিকে রান পাচ্ছিলেন না। কেউ কেউ তাঁকে বসিয়ে সূর্যকুমার যাদবকে (Surya Kumar Yadav) খেলানোর পক্ষে সওয়াল করছিলেন। কিন্তু টিম ম্যানেজমেন্ট শ্রেয়সের উপরেই ভরসা রাখে। সেই ভরসার দাম সুদে আসলে দিচ্ছেন ডান হাতি ব্যাটার। আজ তাঁর আজকের ইনিং ভারতকে এতবড় রানে পৌঁছতে সাহায্য করল অনেকটাই। এদিন বাউন্ডারি নয়, শ্রেয়সের ঝোঁক ছিল ওভার বাউন্ডারি মারায়।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments