চেন্নাই: রূপকথার প্রত্যাবর্তন একেই বলে। বছর দুয়েক আগে পথ-দুর্ঘটনায় যাঁর প্রাণটাই যেতে বসেছিল, আজ তিনি প্রতিপক্ষের বোলারদের শাসন করে সেঞ্চুরি করলেন। ঋষভ পন্থ (Rishabh Pant), শুধু শতরান করলেন না, চেন্নাইয়ের দর্শকদের টিকিটের দাম পুরো উসুল করলেন। একই সঙ্গে একাসনে বসলেন কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) সঙ্গে।
গোটা টেস্ট কেরিয়ারে ছ’টি শতরান আছে ধোনির। ঋষভের ছ’টা হয়ে গেল আজই। সবথেকে বেশি সেঞ্চুরি করা ভারতীয় কিপারদের তালিকায় এই দুজনই সবার আগে। তিনটি শতরান করে তাঁদের পিছনেই ঋদ্ধিমান সাহা।
আরও পড়ুন: প্রিমিয়ার লিগে ফর্ম ধরে রাখাই ম্যান ইউয়ের লক্ষ্য
A moment to savour for @ShubmanGill as he notches up his 5th Test CENTURY 👏👏
Live – https://t.co/fvVPdgXtmj… #INDvBAN @IDFCFIRSTBank pic.twitter.com/W4d1GmuukB
— BCCI (@BCCI) September 21, 2024
শতরান করলেন শুভমান গিলও। টেস্ট কেরিয়ারে এটা তাঁর পঞ্চম। এদিন ১৬১টি বলে ১০০ করেন গিল। তাঁর ইনিংসে ৯টি চার, তিনটি ছয়। পন্থ আউট হওয়ার পর আসেন কে এল রাহুল। তাঁরা কিছুক্ষণ খেলার পর রোহিত শর্মা ইনিংস ডিক্লেয়ার করেন। ভারত থামল চার উইকেটে ২৭৪ রান করে। অর্থাৎ বাংলাদেশকে জিততে হলে ৫১৫ করতে হবে।
জেমস অ্যান্ডারসনকে ইংল্যান্ডের পিচে ছয় মেরেছেন, অস্ট্রেলিয়ায় প্যাট কামিন্সদের মেরে পাট পাট করে দিয়েছেন। এহেন পন্থের কাছে কে-ই বা তাসকিন আহমেদ, কে-ই বা হাসান মাহমুদ। চেন্নাইয়ে তাণ্ডব করলেন তিনি। কে বলবে প্রায় দু’ বছর পরে টেস্ট ক্রিকেটে ফিরেছেন, ভারতীয় উইকেটকিপার-ব্যাটার সেই আগের মেজাজেই আছেন। শতরানের (১২৮ বলে ১০৯) ইনিংসে পন্থ মারলেন ১৩টি চার এবং চারটি ছয়।
দেখুন অন্য খবর: