কলকাতা: বিরাট কোহলি (Virat Kohli) পরবর্তী যুগের সুপারস্টার মনে করা হয়েছিল তাঁকে। কিন্তু সেই শুভমান গিল (Shubman Gill) সাদা বলে ভালো পারফর্ম করলেও লাল বলে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি। ২৫টি টেস্ট ম্যাচ খেলার পর তাঁর ব্যাটিং গড় ৩৫.৫২। দলীপ ট্রফিতে (Duleep Trophy) খেলতে নামার আগে গিল মেনে নিলেন, টেস্ট ক্রিকেটে মোটেই আশানুরূপ খেলতে পারেননি।
দলীপ ট্রফিতে টিম বি-র বিরুদ্ধে মাঠে নামার আগে টিম এ-র সদস্য গিল বলেন, “হ্যাঁ, আমি নিজের প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। তবে সামনে সবমিলিয়ে ১০টা টেস্ট আছে। আশা করি, এই ম্যাচের পর প্রত্যাশা পূরণ করতে পারব কিংবা তার থেকেও ভালো কিছু করতে পারব।”
আরও পড়ুন: শীর্ষস্থানে দৃঢ় রুট, সেরা দশের বাইরে বাবর
টেস্টে খরা কাটানোর পর ইংল্যান্ড সিরিজে রানে ফিরেছিলেন ডানহাতি ব্যাটার। শেষ চারটি টেস্টে ৭৯ গড় এবং দুটি শতরান সহ ৩৯৫ রান করেছিলেন। তা নিয়ে গিল বলেন, “আমি আমার রক্ষণ নিয়ে খেটেছিলাম, বিশেষ করে স্পিনারদের বিরুদ্ধে। ঘূর্ণি পিচে অনেক বেশি করে ডিফেন্স করা জানতে হয়। তারপর রানের শট খেলতে হয়।”
গিল আরও বলেন, “বেশি করে টি২০ খেলা এবং ব্যাটিং সহায়ক পিচে বেশ কিছুদিন খেলার ফলে ডিফেন্সিভ খেলা কিছুটা নষ্ট হয়ে যায়। সেটাই আমার ফোকাসে ছিল।” গিল এও জানিয়েছেন, অধিনায়কত্ব করুন কিংবা না করুন, প্রত্যেক ম্যাচ থেকে শেখা যায়। তবে নেতৃত্বভার থাকলে অন্য খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়, তাদের সম্পর্কে জানা যায়।
দেখুন অন্য খবর: