কলকাতা: জিম্বাবোয়ের (Zimbabwe) বিরুদ্ধে আজ সিরিজ জেতার লক্ষ্য নিয়ে খেলতে নামছেন শুভমান গিলরা (Shubman Gill)। প্রথম ম্যাচে হারের পর পরপর দুই ম্যাচে জিতেছিল ভারত, আজ জিতলেই সিরিজ পকেটে। ব্যাটিং, বোলিং, দুই বিভাগেই শ্রেষ্ঠত্ব দেখিয়ে শেষ দুই ম্যাচ জিতেছে ভারত। অভিষেক শর্মা (Abhishek Sharma), গিল নিজে, ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad), রিঙ্কু সিং (Rinku Singh) ব্যাট হাতে ঝলসে উঠেছেন। অন্যদিকে রবি বিষ্ণোই (Ravi Bishnoi), ওয়াশিংটন সুন্দর, আবেশ খানরাও দারুণ বোলিং করেছেন।
আরও পড়ুন: আজ উইম্বলডনের নতুন ‘রানি’ হওয়ার লড়াই
গত ম্যাচে ৬৬ রান করে ফর্মে ফিরেছেন অধিনায়ক গিল। পরপর দু’ ম্যাচে ধারাবাহিক ঋতুরাজ, আগের ম্যাচে ৪৯ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন। তবে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ভালো শুরু করে দ্রুত ফিরে যান। চতুর্থ টি২০-তে তাঁর কাছ থেকে বড় রানের আশা করাই যেতে পারে। রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) এই ফর্ম্যাট থেকে অবসর নিয়ে ফেলেছেন, ফলে ভারতের টপ অর্ডারে যশস্বী এখন বড় ভরসা।
All in readiness for the 4⃣th T20I 💪
Are you ready❓#TeamIndia | #ZIMvIND pic.twitter.com/2zdaH4ER4t
— BCCI (@BCCI) July 13, 2024
অভিষেক শর্মাকেও (Abhishek Sharma) ভারতের টপ অর্ডারের ভবিষ্যৎ তারকা হিসেবে দেখা হচ্ছে। যশস্বী এবং শুভমান ওপেন এবং অভিষেক ফার্স্ট ডাউন, এটাই সম্ভবত পরিকল্পনা। গৌতম গম্ভীরের আমলে শ্রীলঙ্কা সফরে অভিষেক সুযোগ পান কি না সেটাই দেখার। গম্ভীর টি২০ সিরিজের জন্য কেমন স্কোয়াড চান সেটাই লাখ টাকার প্রশ্ন।
দেখুন অন্য খবর: