ওয়েব ডেস্ক: এজবাস্টনে একের পর এক ইতিহাস লিখে চলেছেন শুভমান গিল (Shubman Gill)। ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে এটিই তাঁর প্রথম সিরিজ। আর ভূমিকাতেই একের পর এক নজির (Records) গড়ে চলেছেন গিল। সেই সঙ্গে জায়গা করে নিচ্ছেন টেস্ট ক্রিকেটের ‘এলিট লিস্ট’-এ।
অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির (Anderson-Tendulkar Trophy) দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ডবল-সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি সহ এক টেস্টে ৪৩০ রান করার নজির গড়েছেন গড়েছেন তিনি। তবে একটি বা দু’টি নয়, এই টেস্টে পাঁচটি বড় নজির গড়েছেন শুভমান। চলুন তাঁর এজবাস্টনের রেকর্ড বুকে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।
আরও পড়ুন: রবিবার এজবাস্টন জয় করে কি লর্ডসের বাসে উঠবেন শুভমানরা?
- বিশ্ব ক্রিকেটে শুভমানই হলেন প্রথম ব্যাটার, যিনি এক টেস্টে একটি দ্বিশতরান এবং অন্য ইনিংসে ১৫০-এর বেশি রান করলেন। এর আগে একমাত্র অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডার ১৯৮০ সালে পাকিস্তানের বিরুদ্ধে এক টেস্টে দুই ইনিংসে ১৫০-র বেশি রান করেছিলেন।
- শুভমনের ৪৩০ রানের ইনিংসটি এশিয়ার বাইরে কোনও এশিয় ব্যাটারের এক টেস্টে সর্বোচ্চ রান। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পোর্ট অফ স্পেনে সুনীল গাভাসকর করেছিলেন ৩৪৪ রান। তাঁকে এবার ছাপিয়ে গিয়েছেন শুভমান।
- ভারতীয় ক্রিকেটের ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে এক টেস্টের দুই ইনিংসে শতরান করলেন শুভমন। তাঁর আগে এই কীর্তি রয়েছে সুনীল গাভাসকর এবং বিরাট কোহলির।
- বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় অধিনায়ক হিসেবে নিজের প্রথম দুই টেস্টের তিনটি ইনিংসে শতরান করলেন শুভমান। এর আগে এই নজির রয়েছে শুধুমাত্র বিরাট কোহলির নামে। দু’জনের পরেই আছেন আরও সাত অধিনায়ক, যাঁরা প্রথম দুই টেস্টে দুই ইনিংসে শতরান করেছিলেন।
- ইংল্যান্ডের মাটিতে এক টেস্টে দ্বিশতরান ও শতরান করা প্রথম ভারতীয় অধিনায়ক হলেন শুভমান। এর আগে কেবল গ্রাহাম গুচ ১৯৯০ সালে লর্ডসে ভারতের বিরুদ্ধেই এই কীর্তি করেছিলেন।
দেখুন আরও খবর: