কলকাতা: দু’ বছরেরও বেশি সময় ধরে একদিনের ক্রিকেটে আইসিসি র্যাঙ্কিংয়ের (ICC ODI Ranking) সেরা ব্যাটার ছিলেন বাবর আজম (Babar Azam)। অবশেষে শেষ হল বাবর-রাজ, তাঁকে সিংহাসনচ্যুত করলেন ভারতীয় ওপেনার শুভমন গিল (Shubman Gill)। চার নম্বরে উঠে এলেন বিশ্বকাপে দুরন্ত ফর্মে থাকা বিরাট কোহলি (Virat Kohli)। সেই সঙ্গে বোলারদের তালিকায় এক নম্বর স্থান দখল করলেন মহম্মদ সিরাজ (Mohammad Siraj)।
বেশ কিছুদিন ধরে পাকিস্তান অধিনায়কের পিছু ধাওয়া করছিলেন শুভমন। কিন্তু সন্তুষ্ট থাকতে হচ্ছিল দ্বিতীয় স্থানে থেকেই। ডেঙ্গির জেরে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি। তারপর দলে ঢুকেও যে আহামরি কিছু করেছেন তা নয়। ছয় ম্যাচে ৩৬.৫০ গড়ে ২১৯ রান করেছেন। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রায় শতরান করেই ফেলেছিলেন। ৯২ বলে ৯২ রানের ওই ইনিংসই শুভমনকে শীর্ষস্থানে নিয়ে এল। শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar), বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) পর চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষে এলেন তিনি।
আরও পড়ুন: পেশিতে টান কাজ সহজ করে দিয়েছিল: ম্যাক্সওয়েল
A big day for India’s #CWC23 stars with two new No.1 players crowned in the latest @MRFWorldwide ICC Men’s ODI Player Rankings 😲
Details 👇https://t.co/nRyTqAP48u
— ICC (@ICC) November 8, 2023
তিন নম্বরে রয়েছেন বিশ্বকাপে চারটে শতরান করা কুইন্টন ডি কক (Quinton de Kock)। চারে কোহলি পাঁচে ডেভিড ওয়ার্নার (David Warner)। ছয় নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। কোহলির মতো না হলেও যথেষ্ট ভালো ফর্মে আছেন হিটম্যান।
বিশ্বকাপে ভারতের অপ্রতিরোধ্য হওয়ার প্রধান কারণ বোলাররা। প্রত্যেকে টপ ফর্মে রয়েছেন। সে কারণেই আইসিসি ক্রমতালিকায় প্রথম দশে রয়েছেন চারজন ভারতীয় বোলার। সিরাজ এক নম্বরে তো আছেনই, চার নম্বরে কুলদীপ যাদব (Kuldeep Yadav), আটে জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) এবং দশে মহম্মদ শামি (Mohammad Shami)। অলরাউন্ডারের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান (Shakib Al Hasan)। বিশ্বকাপে ব্যাট এবং বল হাতে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে চার ধাপ লাফিয়ে ছয় নম্বরে উঠে এসেছেন গ্লেন ম্যাক্সওয়েল (Glen Maxwell)।