হারারে: টি২০ বিশ্বকাপ জয় এবং তার উৎসবের হ্যাংওভার এখনও কাটেনি। এর মধ্যেই ফের মাঠে নেমে পড়ছে ভারতীয় দল। তবে এই দলে সিনিয়রা কেউই নেই। অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) সঙ্গে রয়েছে সব কচিকাঁচারা। কয়েকজন তো এখনও জাতীয় দলের জার্সিতে অভিষেকই করেনি।
জিম্বাবোয়ের (Zimbabwe) বিরুদ্ধে হারারে স্পোর্টস ক্লাবের (Harare Sports Club) মাঠে পাঁচটি টি২০ খেলবে ভারত। এই সিরিজের লক্ষ্য নতুনদের পরখ করে নেওয়া। রোহিত শর্মা, বিরাট কোহলিদের অনুপস্থিতিতে ভারতীয় ব্যাটিং অর্ডার কেমন হয় সেটাই দেখার। গুরুত্বপূর্ণ সিরিজে হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থরা ঢুকবেন কিন্তু টপ অর্ডার ঢেলে সাজাতে হবে।
আরও পড়ুন: ক্যাচ না ধরতে পারলে সূর্যকে বসিয়ে দিতাম: রোহিত
অধিনায়ক গিল জানিয়ে দিয়েছেন, তিনি এবং অভিষেক শর্মা ইনিংস ওপেন করবেন। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দারুণ পারফর্ম করেছিলেন অভিষেক। একটুর জন্য বিশ্বকাপ স্কোয়াডে থাকতে না পারা রিঙ্কু সিং দলে ফিরেছেন। ফিনিশারের ভূমিকায় ফের দেখা যাবে তাঁকে।
📍 Harare#TeamIndia in all readiness for the 1st T20I against Zimbabwe 🙌#ZIMvIND pic.twitter.com/AKnone9Bmo
— BCCI (@BCCI) July 6, 2024
এই সিরিজে বোলিং বিভাগও অন্যরকম। মুকেশ কুমার, খলিল আহমেদ, তুষার দেশপান্ডে, আবেশ খানরা পেস বিভাগের দায়ত্ব সামলাবেন। স্কোয়াডে স্পিনার হিসেবে রয়েছেন রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর এবং সাই সুদর্শন।
জিম্বাবোয়ে সিরিজে ভারতের স্কোয়াড: শুভমান গিল (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার, তুষার দেশপান্ডে, সাই সুদর্শন, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), হর্ষিত রানা।
দেখুন অন্য খবর: