Placeholder canvas
HomeBig newsসৌরভই হতে পারতেন ক্রিকেট ইতিহাসে প্রথম টাইমড আউট

সৌরভই হতে পারতেন ক্রিকেট ইতিহাসে প্রথম টাইমড আউট

নয়াদিল্লি: ঐতিহাসিক ঘটনা ঘটে গিয়েছে সোমবারের বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (BAN vs SL) ম্যাচে। প্রথম ক্রিকেটার হিসেবে ‘টাইমড আউট’ (Timed Out) হয়েছেন লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথেউজ (Angelo Mathews)। এই ঘটনায় তুমুল সমালোচিত হচ্ছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচ জেতার জন্য ক্রিকেটীয় স্পিরিট ভুলে গিয়েছেন তিনি, বক্তব্য এমনটাই।

জানেন কি, সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) একবার এরকম আউট হতে পারতেন? প্রতিপক্ষ অধিনায়কের সৌজন্যবোধে বেঁচে যান তিনি। সেটা ২০০৭ সাল। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ খেলছে ভারত। ওপেনার ওয়াসিম জাফর আউট হওয়ার পর নামার কথা ছিল শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar)। কিন্তু ফিল্ডিংয়ে যথেষ্ট সময় মাঠে না থাকার জন্য তিনি নামতে পারবেন না। এরপর আসার ভি ভি এস লক্ষ্মণের (VVS Laxman)। কিন্তু তিনি স্নান করছিলেন। এদিকে সৌরভ তখনও ট্র্যাকসুট পরে। তিনিই তড়িঘড়ি করে পোশাক বদলে যাবতীয় গার্ড, ব্যাট-গ্লাভস পরে মাঠে নামেন।

আরও পড়ুন: ‘টাইমড আউট’ নিয়ে সাকিবকে প্রাক্তনদের তুলোধোনা

সে সময় টেস্ট ম্যাচে নতুন ব্যাটারকে তিন মিনিটের মধ্যে ক্রিজে গার্ড নিতে হত। কিন্তু সৌরভের নামতে ছ’ মিনিট লেগে যায়। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রেম স্মিথ (Graeme Smith) চাইলেই সৌরভকে আউট করে দিতে পারতেন। কিন্তু তিনি ধৈর্য ধরে অপেক্ষা করেন এবং আম্পায়াদের কাছে কোনও রকম আউটের আবেদন করেননি। করলে ম্যাথেউজ নন, সৌরভই হতে পারতেন ক্রিকেটের প্রথম টাইমড আউট। এই ঘটনা কালের গর্ভে প্রায় হারিয়ে গিয়েছিল। সোমবারের ঘটনায় ফের সামনে এল।

এই সময়ের নিয়মানুযায়ী একজন ব্যাটার আউট হওয়ার দুই মিনিটের মধ্যে ক্রিজে গার্ড নিতে হয় পরের ব্যাটারকে। ম্যাথেউজ সময়মতো মাঠে ঢুকে পড়লেও তাঁর হেলমেটে সমস্যা দেখা দেয়। তা পরিবর্তন করতে গিয়ে দুই মিনিট পেরিয়ে গেল বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান (Shakib Al Hasan) আউটের আবেদন করেন। সৌজন্যবোধের ধার ধারেননি তিনি। শূন্য বলে শূন্য রানে আউট হয়ে মাঠ ছাড়েন ম্যাথেউজ।

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments