কলকাতা: এই বিশ্বকাপ (CWC 2023) সত্যিই অনন্য। একের পর এক রেকর্ড ভাঙছে গড়ছে, বিস্ময়ের সীমা থাকছে না। ভারতের মাটিতে ক্রিকেটের বিশ্বযুদ্ধ রীতিমতো চেটেপুটে উপভোগ করছেন দর্শকরা। এর মধ্যেই ঘটেছে এক অদ্ভুত ঘটনা। ক্রিকেটের ইতিহাসে প্রথমবার দেখা গিয়েছে ‘টাইমড আউট’ (Timed Out)। ক্রিজে গার্ড নিতে দেরি করায় ‘টাইমড আউট’ হয়েছেন শ্রীলঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথেউজ (Angelo Mathews)। আইসিসি-র (ICC) নিয়মানুযায়ী আউট, কিন্তু প্রশ্ন উঠেছে এটা কতটা ক্রিকেটের স্পিরিটের সঙ্গে যায়।
আউটের আবেদন করায় প্রবল সমালোচিত হচ্ছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান (Shakib Al Hasan)। সাকিব অবশ্য নিজের সিদ্ধান্তকে আগাগোড়া ঠিক বলে আসছেন। কিন্তু দেশ-বিদেশের প্রাক্তন ক্রিকেটাররা আদৌ ব্যাপারটা ভালো চোখে নেনই। সেই তালিকায় নতুন নাম সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁরও মতেও, সাকিব ঠিক কাজ করেননি।
আরও পড়ুন: সৌরভের চোখে এ পর্যন্ত বিশ্বকাপের সেরা কে?
কলকাতা টিভিকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সৌরভ বলেন, সাকিবের উচিত হয়নি আউটের আবেদন করা। ‘টাইমড আউট’ হওয়ার কোনও দরকারই ছিল না। প্রাক্তন ভারত অধিনায়ক এও বলেন, আমি জানি না সাকিবের মাথায় তখন কী চলছিল। হতে পারে মুহূর্তের আকস্মিকতায় এই কাজ করে ফেলেছেন।
এদিকে, সদ্য ওডিআইতে ৪৯তম সেঞ্চুরি করে শচীন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) স্পর্শ করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। তা নিয়ে প্রশংসার পাশাপাশি সৌরভ জানিয়েছেন, দুই যুগের দুই খেলোয়াড়ের মধ্যে আমি তুলনা করি না কারণ পরিস্থিতি বদলে গিয়েছে। এখন দুটো নতুন বল, ৩০ গজ বৃত্তের মধ্যে পাঁচজন ফিল্ডার, অনেক কিছু আলাদা। তবে দু’জনেই গ্রেট।