কলকাতা: ১৪ জুন যে প্রতিযোগিতার শুরু হয়েছিল, আগামী রবিবার রাতে তার পরিসমাপ্তি। ফাইনালে স্পেনের বিরুদ্ধে ইংল্যান্ড (Spain vs England)। একটা দেশ তিনবার ইউরো কাপ, একবার বিশ্বকাপ জিতেছে, আর একটা দেশ শুধু বিশ্বকাপ জিতেছে একবারই, তাও ৫৮ বছর আগে। তিন বছর আগে ফাইনালে উঠে সেই খালি হাতেই ফিরতে হয়েছিল গ্যারেথ সাউথগেটের (Gareth Southgate) ইংল্যান্ডকে। সেবার প্রতিপক্ষ ছিল ইতালি, এবার তার অনেক গুণ শক্তিশালী স্প্যানিশ আর্মাডা।
আরও পড়ুন: ১০০তম টেস্টে কালিস, সোবার্সকে ছুঁলেন স্টোকস
স্পেনই যে কাপ জয়ের ব্যাপারে ফেভারিট, তা মানছেন সাউথগেটও। তিনি জানাচ্ছেন, স্প্যানিশদের আটকাতে হলে তাঁর দলকে ‘পারফেক্ট’ হয়ে উঠতে হবে। ইংল্যান্ড কোচ বলেন, “ওরা (স্পেন) এই টুর্নামেন্টে যা খেলেছে তাতে ওরাই ফেভারিট। ওরাই এবারের সেরা দল। কোয়ার্টার, সেমি এবং ফাইনাল, তিনবারই ওরা মাঝখানে একদিন বেশি পেয়েছে। তাই আমাদের তরতাজা হয়ে ওঠার ব্যাপারে নজর দিতে হবে। কৌশলগতভাবে আমাদের পারফেক্ট হতে হবে কারণ ওরা এতটাই ভালো দল।”
Spain 🆚 England
Berlin. Sunday.#EURO2024 pic.twitter.com/f1NqmQfOpO
— UEFA EURO 2024 (@EURO2024) July 10, 2024
টুর্নামেন্টের শুরুতে প্রবল সমালোচিত হয়েছিলেন সাউথগেট। তাঁর দিকে বিয়ারের কাপ ছুড়ে মারেন সমর্থকরা। কাপ জিতে কি ব্যক্তিগত হিসেব মেটাতে চান? ইংল্যান্ড কোচ কিন্তু ফোকাসটা নিজের দিক থেকে সরিয়ে খেলোয়াড়দের দিকে নিয়ে গেলেন। তিনি বললেন, “বিদেশের মাটিতে এই প্রথমবার ফাইনালে উঠেছি। আমি অনেক বেশি খেলোয়াড়দের জন্য যারা এখানে এসে নিজেদের মুহূর্তগুলো জিতে নিয়েছে।”
দেখুন অন্য খবর: