বার্লিন: রেকর্ড চতুর্থবার ইউরো কাপ (EURO Cup 2024) চ্যাম্পিয়ন হল স্পেন (Spain)। পরপর দুবার ফাইনালে স্বপ্নভঙ্গ হল ইংল্যান্ডের (England)। নিকো উইলিয়ামসের (Nico Williams) গোলে দ্বিতীয়ার্ধের একেবারে শুরুতে এগিয়ে গিয়েছিল স্পেন। ৭৩ মিনিটে সমতা ফেরান পরিবর্ত হিসেবে নামা কোল পামার (Cole Palmer)। কিন্তু ৮৬ মিনিটে স্পেনের হয়ে পরিবর্ত হিসেবে নামা মিকেল ওয়্যারজাবাল (Mikel Oyarzabal) ২-১ করে দেন। সেখান থেকে আর ফিরতে পারেনি ইংলিশরা।
যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ফাইনালে ইংল্যান্ডকে মাথা তুলতে দেয়নি তারা। লামিনে ইয়ামালদের (Lamine Yamal) দাপটে সারাক্ষণ রক্ষণ সামলাতে হয়েছে গ্যারেথ সাউথগেটের (Gareth Southgate) ছেলেদের। গোলের সুযোগ তারা তৈরি করলেও তা বিক্ষিপ্ত। স্প্যানিশ আর্মাডার চাপ ছিল নিরন্তর।
আরও পড়ুন: দুরন্ত যশস্বী! জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের
ইংল্যান্ডকে ডোবাল সিনিয়র খেলোয়াড়দের পারফরম্যান্স। হ্যারি কেনের (Harry Kane) খেলা দেখে মনে হচ্ছিল, দু’ রাত ঘুম হয়নি, এতটাই ক্লান্ত তিনি। ৬০ মিনিটে তাঁকে তুলে অলি ওয়াটকিন্সকে নামানো হয়। এই প্রথম ৬০ মিনিট কার্যত ১০ জনে খেলেছে ইংল্যান্ড। আর একজন কাইল ওয়াকার, স্পেনের দুটো গোলের ক্ষেত্রেই তাঁর পোজিশনিং ভুল ছিল। বরং ২১ সপ্তাহ পর প্রথম এগারোয় শুরু করা লিউক শ ভালো খেললেন।
সাউথগেটের ভবিষ্যৎ কী, সেটাই এখন প্রশ্ন। তিনি অবশ্য জানিয়েছেন, এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় নয়। সঠিক লোকজনের সঙ্গে কথা বলে পরে সিদ্ধান্ত নেবেন। তিনি এও জানান, অভিজ্ঞতার বিচারে ইংল্যান্ড ভালো জায়গায় রয়েছে। কারণ এই দলের বেশিরভাগ সদস্য আগামী বিশ্বকাপ শুধু নয়, পরবর্তী ইউরো কাপেও থাকবে। তবে সাউথগেট নিজে থাকবেন কি না সেটাই দেখার, এ বছরের শেষ পর্যন্ত তাঁর চুক্তি রয়েছে।