স্টুটগার্ট: যা ফাইনাল হতে পারত তা হচ্ছে কোয়ার্টার ফাইনালে। এই ইউরোর (UEFA EURO 2024) সেরা দুই দল আজ, শুক্রবার মুখোমুখি। আয়োজক দেশ জার্মানির (Germany) মুখোমুখি দুর্ধর্ষ স্পেন (Spain)। টুর্নামেন্টের সবথেকে বেশি গোল করেছে জার্মানরা, আবার আক্রমণে সবথেকে গতি, বৈচিত্র্য দেখা গিয়েছে স্প্যানিশ আর্মাডার। কোনওভাবেই যে কোনও একটা দলকে ফেভারিট হিসেবে বেছে নেওয়া যাচ্ছে না।
স্পেনের শক্তি তারুণ্য, আবার সেটাই দুর্বলতা বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। কারণ এই দলের দু’ তিন জন বাদ দিলে বাকিরা অনভিজ্ঞ। লামিনে জামালের বয়স ১৬, এখনও স্কুলে পড়ে। নিকো উইলিয়ামস, পেদ্রি দুজনেই ২১। তবে আলভারো মোরাতা, রদ্রি, ফাবিয়ান রুইজদের যথেষ্ট অভিজ্ঞতা আছে। জার্মানিতেও অভিজ্ঞতা এবং তারুণ্যের দারুণ সংমিশ্রণ।
আরও পড়ুন: টাইব্রেকারে ব্যর্থ মেসি, আর্জেন্টিনার ত্রাতা সেই মার্তিনেজ
Starting the quarter-finals with a bang 🤩@bookingcom | #EUROfixtures pic.twitter.com/9GcizAjNBr
— UEFA EURO 2024 (@EURO2024) July 5, 2024
স্পেনের চিন্তা ইতিহাস, এক অদ্ভুত রেকর্ড। তিনবার ইউরো কাপ, একবার বিশ্বকাপ জিতেছে তারা। কিন্তু আয়োজক দেশের বিরুদ্ধে বড় টুর্নামেন্টের নক আউটে কখনও জিততে পারেনি। ইতালি, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া এমনকী দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে হেরে বিদায় নিতে হয়েছে স্প্যানিশদের। আজ জার্মানির বিরুদ্ধে সেই ইতিহাস কি বদলাবে?
ম্যাচ শুরু ভারতীয় সময় রাত ৯.৩০টায়। এদিন রাতে রয়েছে আরও এক মহারণ। কিলিয়ান এমবাপের ফ্রান্সের সামনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। সেই ম্যাচ রাত ১২.৩০টায়। সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টস নেটওয়ার্কে। লাইভ স্ট্রিমিং দেখা যাবে সোনি লিভ অ্যাপে।
দেখুন অন্য খবর: