কোলন: স্পেন (Spain) আবারও বোঝাল, এই ইউরো কাপ (UEFA EURO 2024) জয়ের অন্যতম সেরা দাবিদার তারা। শুধু জেতা নয়, টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকে লুই দে লা ফুয়েন্তের (Luis de la Fuente) দল যে ব্র্যান্ডের ফুটবল খেলছে তা আকর্ষণীয়, প্রশংসনীয়। রবিবার রাতে জর্জিয়াকে ৪-১ হারিয়ে শেষ আটে গেল স্প্যানিশরা।
ইউরোতে অভিষেক ঘটিয়ে নক আউটে পৌঁছে আলোড়ন ফেলে দিয়েছিল জর্জিয়া (Georgia)। গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) পর্তুগালকে ২-০ হারিয়ে রূপকথার সৃষ্টি করেন ভারাতশেলিয়ারা। স্পেনের বিরুদ্ধে শুরুটাও স্বপ্নের মতো হয়েছিল। ১৮ মিনিটে জর্জিয়ার কাউন্টার অ্যাটাকে আত্মঘাতী গোল হজম করে স্পেন। কিন্তু এরপরে বাস্তবের মাটিতে আছড়ে পড়ে জর্জিয়া।
আরও পড়ুন: ভাগ্য ও বেলিংহ্যাম সহায়, শেষ আটে ইংল্যান্ড
স্প্যানিশ আক্রমণে ছারখার হয়ে যায় জর্জিয়ার ডিফেন্স। গোল করেন রদ্রি (৩৯’), ফাবিয়ান রুইজ (৫১’), নিকো উইলিয়ামস (৭৫’) এবং দানি ওলমো (৮৩’)। এক গোল এবং একটা অ্যাসিস্ট করে নজর কাড়লেন উইলিয়ামস (Nico Williams)। এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের মধ্যে তিনি একজন।
কোয়ার্টার ফাইনালে স্পেনের মুখোমুখি জার্মানি (Germany)। এই টুর্নামেন্টের সেরা দুই দলের ফাইনালে সামনা-সামনি হওয়া উচিত ছিল। কিন্তু এমনই সূচি বানানো হয়েছে যে তারা কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি পড়ে গেল। অন্যদিকে জঘন্য পারফর্ম করা ইংল্যান্ড সহজ দিকে পড়েছে।
দেখুন অন্য খবর: