কলকাতা: সেমিফাইনালে উঠল স্পেন, ইউরো কাপ থেকে বিদায় নিল আয়োজক দেশ জার্মানি। টুর্নামেন্টের দুই সেরা দলের খেলা যতটা উত্তেজক হওয়া উচিত ঠিক ততটাই হয়েছে। শুরুতেই টোনি ক্রুসের দুটি জঘন্য ফাউল অথচ কোনও কার্ড না দেখা, ক্রুসের ট্যাকলে চোট পেয়ে পেদ্রির চোখের জলে মাঠ ছাড়া, পরিবর্ত হিসেবে নামা দানি ওলমোর গোল, শেষ মুহূর্তে জার্মানির গোলশোধ, অতিরিক্ত সময়ে শেষ মুহূর্তে স্পেনের এগিয়ে যাওয়া, দানি কার্ভাহালের লাল কার্ড, কী হয়নি?
আরও পড়ুন: মোহনবাগানে আরও এক দীর্ঘদেহী ডিফেন্ডারের আগমন
টাইব্রেকার ছাড়া এ ম্যাচে সমস্তরকম নাটক হয়েছে। এবং সোজা কথায় যোগ্য দল হিসেবে জিতেছে স্পেন। ম্যাচের শুরুর ১০-১৫ মিনিটেই এগিয়ে যেতে পারত তারা। ২১ বছর বয়সি নিকো উইলিয়ামস এদিনও দুর্দান্ত খেললেন। বাঁ প্রান্ত ধরে জার্মান রক্ষণে ত্রাসের সঞ্চার করলেন। ৫১ মিনিটে বক্সের মাথা থেকে সুন্দর ফিনিশ করেন ওলমো।
Merino’s late header sends Spain into the semi-finals 🇪🇸✅#EURO2024 | #ESPGER pic.twitter.com/xoAuoBZ5KA
— UEFA EURO 2024 (@EURO2024) July 5, 2024
গোল খাওয়ার পর গা-ঝাড়া দিয়ে ওঠে জার্মানরা। একের পর এক আক্রমণ আছড়ে পড়ে স্প্যানিশ রক্ষণে। কিন্তু গোল আসছিল না, এল ম্যাচ শেষ হওয়ার ঠিক এক মিনিট আগে। সমতা ফেরান ফ্লোরিয়ান উইরৎজ। আবার অতিরিক্ত সময় শেষ হওয়ার ঠিক এক মিনিট আগে ২-১ করেন মিকেল মেরিনো। এই জয়ে নতুন করে ইতিহাস লিখল স্পেন। এর আগে কোনওদিন বিশ্বকাপ কিংবা ইউরো কাপের নক আউটে কোনও আয়োজক দেশের বিরুদ্ধে জেতেনি তারা।
দেখুন অন্য খবর: