প্যারিস: ঘরের মাঠে সোনা জেতা হল না ফ্রান্সের ফুটবল দলের। কিংবদন্তি থিয়েরি অঁরির (Thiery Henry) কোচিংয়ে প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) ফাইনালে উঠেছিল তরুণ ফরাসি দল। কিন্তু তাদের থেকে সোনা ছিনিয়ে নিল স্পেন। ইউরো কাপের পর ফুটবলে ফের শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করে নিল তারা। অতিরিক্ত সময়ের পর স্প্যানিশদের পক্ষে খেলার ফলাফল ৫-৩। অতিরিক্ত সময়ে জোড়া গোল করে নায়ক সার্জিও ক্যামেয়ো (Sergio Camello)।
আরও পড়ুন: দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, ঝুলে রইল বিনেশের আবেদন
অঁরির দলকে সমর্থন করতে মাঠ ভরিয়েছিলেন ফরাসিরা। গ্যালারিতে সোনার পদকের টিফোতে ছেয়ে যায়। দর্শক সমর্থন সঙ্গে নিয়েই ম্যাচের শুরুর দিকে ফ্রান্সকে এগিয়ে দেন এনজো মিলোঁ। কিন্তু এরপরে খেলা ধরে নেয় স্পেন। তাদের হয়ে সমতা ফেরান ফারমিন লোপেজ। কিছুক্ষণের মধ্যে ২-১ করে দেন লোপেজই। পার্ক দে প্রিন্সেস-এর ৫০ হাজার দর্শক চুপ হয়ে যায়।
২৫ মিনিটে ফ্রি-কিক থেকে দারুণ গোল করে ব্যবধান বাড়ান আলেক্স বায়েনা। এরপর ফ্রান্সের ফেরার পথ দুর্গম মনে হচ্ছিল। কিন্তু দারুণভাবে ফিরে আসে অঁরির ছেলেরা। দুই গোল করে সমতা ফেরায় ৯০ মিনিট হওয়ার কিছুক্ষণ আগে। কিন্তু অতিরিক্ত সময়ে ফের দুটো গোল করে সোনা নিয়ে চলে গেল স্পেন।