বেঙ্গালুরু: ম্যাচ শেষ। এবারের মতো স্বপ্নভঙ্গ। বিশ্ব জুড়ে একটাই আলোচনা- ‘তিনি কি তাঁর কেরিয়ারের শেষ ম্যাচটি খেলে ফেললেন?’ অথচ যাকে নিয়ে এত আলোচনা, তিনি নিজে স্বয়ং নির্লিপ্ত। তবে একইসঙ্গে ভীষণভাবে হতাশ। এতটাই হতাশ যে ম্যাচ শেষে বিপক্ষ দলের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন পর্যন্ত করলেন না। শুধু তাই নয়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও ছিলেন না। নিজের আইপিএল কেরিয়ারে এমন করতে দেখা যায়নি তাঁকে।
কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন। তিনি হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। গত ম্যাচে ২৩৬.৩৬ স্ট্রাক রেটে ১১ বলে ২৬ রানের ইনিংস খেলেন। যশ দয়ালের শেষ অভারে ১১০ মিটারের ছয় মেরে শুরু করেছিলেন এমএসডি। কিন্তু শেষরক্ষা আর হল কোথায়?
গত আইপিএলে রিঙ্কু সিং এর কাছ থেকে পরপর পাঁচ বলে পাঁচটি ছয় খাওয়ার শাপমোচন হল শনিবার রাতে। প্যাভিলিয়নে ফিরিয়ে দেন মহেন্দ্র সিং ধোনিকে। শুধু তাই নয়! আটকে রাখেন দুরন্ত ফর্মে থাকা রবীন্দ্র জাডেজাকেও। বলা যেতে পারে যশ দয়ালের স্বপ্নের প্রত্যাবর্তন। রিঙ্কু তাঁর ইনস্টা স্টোরিতেও শেয়ার করেন যশ দয়ালের ছবি।
অন্য খবর দেখতে ক্লিক করুন: