কলকাতা: ইংল্যান্ডের (England) বিরুদ্ধে প্রথম দুই টেস্টে হারের তৃতীয় টেস্টে কেউ শ্রীলঙ্কাকে (Sri Lanka) নিয়ে আশা রাখেনি। অথচ ওভালে তৃতীয় দিনের শেষে জয়ের দোরগোড়ায় তারা। সোমবার আর ১২৫ রান করলেই ‘ঐতিহাসিক’ টেস্ট জিতবেন ধনঞ্জয় ডি সিলভারা (Dhananjaya de Silva)। এবং এই জয়ের প্রধান কাণ্ডারি লঙ্কান পেসাররা।
অলি পোপের ১৫৪ রানের ইনিংসের সুবাদে প্রথম ইনিংসে ৩২৫ করেছিল ইংল্যান্ড। এরপর শ্রীলঙ্কাকে ২৬৩ রানে গুটিয়ে দেয় তাদের বোলাররা। কিন্তু তৃতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়লেন জো রুটরা (Joe Root)। ৮২ রানে ৭ উইকেট পড়ে গিয়েছিল ইংলিশদের। উইকেটকিপার ব্যাটার জেমি স্মিথ ৫০ বলে ৬৭ রানের লড়াকু ইনিংস না খেললে স্কোরকার্ডের হাল আরও খারাপ হত।
আরও পড়ুন: টেস্ট দলে ফিরলেন পন্থ, সব ম্যাচ খেলবেন?
শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে ২১৯ রানের টার্গেট দেয় শ্রীলঙ্কা। লাহিরু কুমারা চার উইকেট, বিশ্ব ফার্নান্ডো তিন উইকেট এবং অসিথা ফার্নান্ডো দুই উইকেট নিয়েছেন। লঙ্কান পেসারদের আগুনে বোলিংয়ের হদিশ পাননি ইংল্যান্ডের ব্যাটাররা। এরপর দায়িত্ব নেন শ্রীলঙ্কার ব্যাটাররা। তৃতীয় দিনের শেষে মাত্র ১ উইকেট হারিয়ে ৯৪ রানে শেষ করেন তাঁরা। এই রান এসেছে মাত্র ১৫ ওভারে।
অর্থাৎ ইংল্যান্ডকে তাদেরই ওষুধ বাজবল গিলিয়েছেন পাথুম নিশঙ্কা এবং কুশল মেন্ডিস। নিশঙ্কা ৪৪ বলে অপরাজিত ৫৩, মেন্ডিস ২৫ বলে অপরাজিত ৩০। সোমবার চতুর্থ দিনে কোনও অঘটন না হলে ম্যাচ জেতা উচিত শ্রীলঙ্কার। ঠিক ১০ বছর আগে শেষবার ইংল্যান্ডকে তাদের ঘরের মাঠে হারিয়েছিল তারা।
দেখুন অন্য খবর: