কলকাতা: ১০ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচ জিতল শ্রীলঙ্কা। শেষবার ২০১৪ সালে হেডিংলিতে জিতেছিল তারা, এক দশক পর আট উইকেটে জিতে নিল ওভাল টেস্ট। ২০১৪ সালে দুই টেস্টের সিরিজ ১-০ জিতেছিল লঙ্কানরা। এবার অবশ্য সিরিজ ২-১ জিতল ইংল্যান্ডই।
ইংল্যান্ডের মাটিতে এই নিয়ে সাকুল্যে চতুর্থ টেস্ট জয় মুরলীধরনের দেশের। তবে ওভালে এদিন রেকর্ড গড়ল তারা। ইংল্যান্ডের মাটিতে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ী এশীয় দল শ্রীলঙ্কাই।
আরও পড়ুন: বেলজিয়ামের বিরুদ্ধে আজ এমবাপেদের অগ্নিপরীক্ষা
অলি পোপের ১৫৪ রানের ইনিংসের সুবাদে প্রথম ইনিংসে ৩২৫ করেছিল ইংল্যান্ড। এরপর শ্রীলঙ্কাকে ২৬৩ রানে গুটিয়ে দেয় তাদের বোলাররা। কিন্তু তৃতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়লেন জো রুটরা (Joe Root)। ৮২ রানে ৭ উইকেট পড়ে গিয়েছিল ইংলিশদের। উইকেটকিপার ব্যাটার জেমি স্মিথ ৫০ বলে ৬৭ রানের লড়াকু ইনিংস না খেললে স্কোরকার্ডের হাল আরও খারাপ হত। শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে ২১৯ রানের টার্গেট দেয় শ্রীলঙ্কা। লাহিরু কুমারা চার উইকেট, বিশ্ব ফার্নান্ডো তিন উইকেট এবং অসিথা ফার্নান্ডো দুই উইকেট নিয়েছেন। লঙ্কান পেসারদের আগুনে বোলিংয়ের হদিশ পাননি ইংল্যান্ডের ব্যাটাররা।
চতুর্থ ইনিংসে ২১৯ রান তাড়া করার নায়ক ওপেনার পাথুম নিশঙ্কা (Pathum Nissanka)। দুরন্ত শতরান করে (১২৪ বলে অপরাজিত ১২৭) একদিন ধরে ছিলেন তিনি। রবিবার এক উইকেট পড়ার পর, সোমবার শুরুতে দ্বিতীয় উইকেট চলে যায় শ্রীলঙ্কার। কিন্তু অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউজ (Angelo Matthews) ফাটল বাড়তে দেননি। শেষ পর্যন্ত টিকে থেকে ঐতিহাসিক টেস্ট জয়ের কাণ্ডারি হয়ে রইলেন। দুজনের পার্টনারশিপ হল ১১১ রানের।
দেখুন অন্য খবর: