কলকাতা টিভি ওয়েবডেস্ক: ভরসা এখন শুধুই আফগানিস্তান| ভার বনাম নামিবিয়া ম্যাচের গুরুত্ব থাকবে কিনা, সেটা এখন পুরোটাই নির্ভর করছে নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচের ওপর| আফগানিস্তান জিতলেই সেমিফাইনালে ভারতের সুযোগ প্রায় নিশ্চিত| দেশবাসী তো বটেই, তারকারাও এখন আফগানিস্তানকেই সমর্থন করছেন|
তাই তো রশিদ খানের দিকেই তাকিয়ে রয়েছেন সিনেমা পরিচালক শ্রীজিত মুখোপাধ্যায়| আফগানিস্তানই আজ যে তাঁরও ভরসা| সেই কথা লিখে টুইটও করে দিয়েছেন বাংলার এই সিনেমা পরিচালক|
Ae mere pyare ratan, ae mere bichhre sanam, tu hai Rashid Khan, tu hain meri aarzoo, tu hi meri aabroo, tu Afghanistan… #T20WorldCup ???
— Srijit Mukherji (@srijitspeaketh) November 7, 2021
শুধু কী দেশবাসী ও তারকারা| ভারতীয় দলের তারকারাও তো তাকিয়ে রয়ছেন এই ম্যাচের ফলাফলের দিকেই| আফগানিস্তান জিততে পারলেই, সুযোগ চওড়া হবে ভারতের| সই কথা তো দুদিন আগে খোদ রবিচন্দ্রন অশ্বিনের মুখেও শোনা গিয়েছিল|
তিনি বলেই দিয়েছিলেন, যে ভারতের টিকে থাকার এখন অনেকটাই নির্ভর করছে আফগানিস্তানের জয়র ওপর| সেজন্য তো শুভেচ্ছাবার্তাও পাঠিয়েছিলেন তিনি| এবার সেই আফগানদের সমর্থনের তালিকায় আরেক তারকা শ্রীজিত মুখোপাধ্যায়| সন্ধে সাতটার পরই হবে সমস্ত চিত্রটা পরিষ্কার|