কলকাতা: ভারত এবং অস্ট্রেলিয়াকে ক্রিকেটের দুই সেরা দল আখ্যা দিলেন তারকা ব্যাটার স্টিভ স্মিথ (Steve Smith)। আগামী বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border-Gavaskar Trophy) খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি। এ বছরের শেষের দিকে পাঁচ টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার যাবে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত। ব্লকবাস্টার এই সিরিজ এ বছর ভারতের সবথেকে কঠিন চ্যালেঞ্জ।
নভেম্বর মাসে শুরু হবে অস্ট্রেলিয়া বনাম ভারত টেস্ট সিরিজ যার পোশাকি নাম বর্ডার-গাভাসকর ট্রফি। গত বছর ভারতে এসে হেরে গিয়েছিল অজিরা। তারও আগে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ জিতেছিল অজিঙ্ক্য রাহানের ভারত। কাজেই অস্ট্রেলিয়ার জন্য এই সিরিজ সম্মান পুনরুদ্ধারের। তা নিয়েই কথা বললেন ৩২টি টেস্ট সেঞ্চুরির মালিক।
আরও পড়ুন: পাকিস্তানের কোনও স্টেডিয়ামই আন্তর্জাতিক মানের নয়: পিসিবি প্রধান
স্মিথ বলেন, আমি এখন খেলা উপভোগ করছি। যথেষ্ট রিল্যাক্সড আছি এবং আসন্ন গ্রীষ্মের দিকে তাকিয়ে আছি। ভারতের বিরুদ্ধে বড় চ্যালেঞ্জ হতে চলেছে, ওরা খুবই ভালো দল। আমার মনে হয়, সম্ভবত বিশ্বের সেরা দুই দল পাঁচ টেস্টে মুখোমুখি হতে চলে। আমি তা নিয়ে উত্তেজিত হয়ে আছি।
প্রসঙ্গত, ভারতের বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে স্মিথের রেকর্ড অসাধারণ। ১৯টি টেস্টে ৬৫.৮৭ গড়ে ২০৪১ রান করেছেন। বিরাট কোহলিদের (Virat Kohli) বিরুদ্ধে ৯টি শতরান এবং পাঁচটি অর্ধশতরান করেছেন তিনি। এক ইনিংসে সর্বোচ্চ ১৯৪ রান করেছেন। এত ভালো রেকর্ড থাকা সত্ত্বেও স্মিথ জানিয়েছেন, দলের স্বার্থে তিনি যে কোনও পোজিশনে ব্যাট করতে রাজি।