কলম্বো: ঘটনার পর ৪৮ ঘণ্টা কেটে গিয়েছে, কিন্তু এখনও অ্যাঞ্জেলো ম্যাথেউজের (Angelo Mathews) ‘টাইমড আউট’ (Timed Out) বিতর্কের আগুন নেভেনি। বরং সেই আগুনে আরও একটু ঘি ঢেলে দিলেন ম্যাথেউজের ভাই ট্রেভিন ম্যাথেউজ (Trevin Mathews)। সাকিব আল হাসানকে (Shakib Al Hasan) রীতিমতো হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি। যা নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
কী বলেছেন ট্রেভিন?
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ম্যাথেউজের ভাই বলেন, “আমরা খুবই হতাশ। বাংলাদেশি অধিনায়কের কোনওরকম স্পোর্টসম্যান স্পিরিট নেই এবং ভদ্রলোকের খেলায় তিনি আদৌ মানবিকতা দেখাননি। সাকিব শ্রীলঙ্কায় স্বাগত নয়। তিনি যদি কোনও আন্তর্জাতিক ম্যাচ কিংবা এলপিএল (লঙ্কান প্রিমিয়ার লিগ) খেলতে আসেন তবে তাঁর দিকে পাথর ছোড়া হবে অথবা দর্শকদের রোষের মুখে পড়তে হবে।”
আরও পড়ুন: বাবর-রাজের অবসান, আইসিসির সেরা ব্যাটার শুভমন
প্রথম ক্রিকেটার হিসেবে ‘টাইমড আউট’ হয়েছেন লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথেউজ। ক্রিকেটের নিয়মানুযায়ী একজন ব্যাটার আউট হওয়ার দুই মিনিটের মধ্যে ক্রিজে গার্ড নিতে হয় পরের ব্যাটারকে। ম্যাথেউজ সময়মতো মাঠে ঢুকে পড়লেও তাঁর হেলমেটে সমস্যা দেখা দেয়। তা পরিবর্তন করতে গিয়ে দুই মিনিট পেরিয়ে গেল বাংলাদেশ (Bangladesh) অধিনায়ক সাকিব আল হাসান আউটের আবেদন করেন। শূন্য বলে শূন্য রানে আউট হয়ে মাঠ ছাড়েন ম্যাথেউজ।
নিয়ম অনুযায়ী আউট হলেও বিতর্ক উঠছে ক্রিকেটীয় স্পিরিট নিয়ে। সিংহভাগের দাবি, সাকিব ঠিক করেননি, তাঁর উচিত ছিল লঙ্কান ব্যাটারকে ফিরিয়ে আনা। প্রাক্তন ওয়েস্ট ইন্ডিয়ান পেসার ইয়ান বিশপ (Ian Bishop) জানান, সাকিবকে আম্পায়াররা দু’বার জিজ্ঞাসা করেছিলেন যে তিনি ম্যাথেউজকে ফিরিয়ে আনতে চান কি না। কিন্তু দু’বারই বাংলাদেশ অধিনায়ক ‘না’ বলে দেন। ম্যাচের পরেও সাকিব পরিষ্কার জানিয়ে দেন, তিনি কোনও অন্যায় করেননি। ফলে শ্রীলঙ্কান সমর্থকরা আরও ক্ষুব্ধ হয়েছেন।