কলকাতা: কিছুদিন আগে পর্যন্ত ভারতীয় ক্রিকেটের সোনার সংসারে এখন অগ্নিগর্ভ পরিস্থিতি। এমনকী রোহিত শর্মা, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজাদের অবসর নিয়ে কথা উঠছে। সামনে কঠিন অস্ট্রেলিয়া সফর যার উপর নির্ভর করছে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা।
শোনা যাচ্ছে, ব্যক্তিগত কারণে বর্ডার-গাভাসকর সিরিজের (Border-Gavaskar Trophy) প্রথম দিকে থাকতে পারবেন না অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। একটি কিংবা দুটি টেস্টে অনিশ্চিত তিনি। এ নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। তিনি বলছেন, রোহিত যদি অস্ট্রেলিয়ায় পুরো সিরিজ খেলতে না পারেন তাহলে অন্য কাউকে ওই সিরিজের নেতৃত্বভার দেওয়া উচিত।
আরও পড়ুন: বাজল বিদায়ের ঘণ্টা! বিরাট, রোহিতদের জন্য কড়া সিদ্ধান্ত নিচ্ছে বোর্ড
গাভাসকরের কথায়, “জানতে পারলাম রোহিত শর্মা প্রথম টেস্ট খেলবেন না, হয়তো দ্বিতীয় টেস্টেও খেলবেন না। যদি তা-ই হয় তাহলে আমি বলব, নির্বাচকদের উচিত রোহিতকে বলা যে তুমি বিশ্রাম নিতে চাইলে নাও, যদি ব্যক্তিগত কারণ থাকে সে দিকে মন দাও। কিন্তু তুমি যদি সিরিজের দুই-তৃতীয়াংশে না থাকো তাহলে শুধুমাত্র খেলোয়াড় হিসেবেই যাও। এই সিরিজে আমরা সহ-অধিনায়ককেই অধিনায়ক বেছে নেব।”
সানির মতে, ভারত সদ্য ঘরের মাঠে ০-৩ সিরিজ হেরেছে। জিতলে বিষয়টা অন্যরকম হত। কিন্তু এখন একজন অধিনায়ককে প্রয়োজন। দলকে সংগঠিত করবেন অধিনায়কই। যদি শুরুতেই অধিনায়ক না থাকে তাহলে অন্য কাউকে অধিনায়ক করা উচিত। প্রসঙ্গত, এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে ভারতের সহ-অধিনায়ক জসপ্রীত বুমরা। তবে নানামহল থেকে ঋষভ পন্থকে নেতৃত্বে আনার সওয়াল চলছে।
দেখুন অন্য খবর: