কলকাতা: সোমবার নেপালকে (Nepal) ২১ রানে হারিয়ে টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) সুপার এইটে (Super Eight) উঠে গিয়েছে বাংলাদেশ। বাকি সাত দল আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল, এবার বাংলাদেশ (Bangladesh) আট নম্বর দল হিসেবে যোগ্যতা অর্জন করল। এই আট দল বিভক্ত হয়েছে দুটি গ্রুপে। দেখে নেওয়া যাক কোন দল কোন গ্রুপে পড়েছে।
গ্রুপ ১: আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত
গ্রুপ ২: ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজ
প্রত্যেক দল নিজেদের গ্রুপের দলের বিরুদ্ধে মোট তিনটি ম্যাচ খেলবে। দুই গ্রুপ থেকে সেরা দুটি করে দল সেমিফাইনালে যাবে। সুপার এইট নক আউট না হলেও, টি২০ বিশ্বকাপ এখান থেকেই চিত্তাকর্ষক হয়ে উঠবে। বেশ কিছু হেভিওয়েট ম্যাচ দেখা যাবে এই পর্যায়ে। ২০, ২২ এবং ২৪ জুন ভারতের প্রতিপক্ষ যথাক্রমে আফগানিস্তান, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া। দেখে নেওয়া যাক সুপার এইট কবে কোন ম্যাচ পড়েছে।
আরও পড়ুন: এমবাপেকে অলিম্পিক্স খেলতে দিচ্ছে না তাঁর ক্লাব
১৯ জুন: আমেরিকা বনাম দক্ষিণ আফ্রিকা, নর্থ সাউন্ড, অ্যান্টিগা
১৯ জুন: ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, গ্রস আইলেট, সেন্ট লুসিয়া
২০ জুন: আফগানিস্তান বনাম ভারত, ব্রিজটাউন, বার্বাডোস
২০ জুন: অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ, নর্থ সাউন্ড, অ্যান্টিগা
২১ জুন: ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, গ্রস আইলেট, সেন্ট লুসিয়া
২১ জুন: আমেরিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, ব্রিজটাউন, বার্বাডোস
২২ জুন: ভারত বনাম বাংলাদেশ, নর্থ সাউন্ড, অ্যান্টিগা
২২ জুন: আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া, আর্নোস ভেল, সেন্ট ভিনসেন্ট
২৩ জুন: আমেরিকা বনাম ইংল্যান্ড, ব্রিজটাউন, বার্বাডোস
২৩ জুন: ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা, নর্থ সাউন্ড, অ্যান্টিগা
২৪ জুন: অস্ট্রেলিয়া বনাম ভারত, গ্রস আইলেট, সেন্ট লুসিয়া
২৪ জুন: আফগানিস্তান বনাম বাংলাদেশ, আর্নোস ভেল, সেন্ট ভিনসেন্ট
দেখুন অন্য খবর: