অ্যাডিলেড: অস্ট্রেলিয়া সফরে অনুশীলনে দর্শক প্রবেশ নিষিদ্ধ করে দিল ভারতীয় দল (Team India)। পার্থ টেস্টের (Perth Test) আগে আগে এ নিয়ে জল্পনা উঠেছিল। কিন্তু ভারতীয় দল জানিয়ে দেয়, দর্শক এবং সংবাদমাধ্যমের জন্য অনুশীলনে অবারিত দ্বার। অ্যাডিলেডেও রোহিত শর্মাদের (Rohit Sharma) প্র্যাকটিস দেখতে ভিড় করেছিলেন অনেকেই। কিন্তু তাঁদেরই উৎপাতে ‘ওপেন প্র্যাকটিস’ বন্ধ করতে বাধ্য হল ভারত। গোটা সিরিজেই এই নিয়ম চলবে।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, ৩ ডিসেম্বর (মঙ্গলবার) ক্যানবেরা থেকে অ্যাডিলেডে পা দিয়েছিল টিম ইন্ডিয়া। বুধবার বিরাট কোহলিদের (Virat Kohli) প্র্যাকটিস দেখতে হাজির হয়েছিলেন পাঁচ হাজারের বেশি মানুষ। অনুশীলন চলাকালীন তাঁরা অনবরত কথাবার্তা বলে গিয়েছেন, তাতে অসুবিধা তো হয়েছেই, সেই সঙ্গে ছিল লাগাতার সেলফির আবদার। ফলে টিম ম্যানেজমেন্ট ‘ক্লোজড ডোর’ অনুশীলন ছাড়া আর কোনও উপায় দেখেনি।
আরও পড়ুন: কত নম্বরে ব্যাট করবেন, এখনই জেনে গিয়েছেন রাহুল!
ওই অজি সংবাদমাধ্যম জানিয়েছে, ভারতীয় দল এ নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডকে অনুরোধ জানিয়েছে। এখনও দর্শকদের সঙ্গে ক্রিকেটারদের কোনও বাদানুবাদ হয়নি, তবে টিম ম্যানেজমেন্ট জানে, যে কোনও সময় বিপত্তি ঘটতে পারে। তাই আগে থাকতেই এই সিদ্ধান্ত। এদিকে অস্ট্রেলিয়া তাদের অনুশীলন খোলাই রেখেছে। তবে ভারতীয় দলের ‘ফ্যানবেস’ যা তার ধারেকাছেও তাদের নেই। ২০২৩ ওডিআই বিশ্বকাপ জিতে ফেরার পরেও প্যাট কামিন্সদের (Pat Cummins) নিয়ে কোনওরকম উত্তেজনা দেখা যায়নি।
দেখুন অন্য খবর: