কলকাতা: দেশে ফিরতে এয়ার ইন্ডিয়ার (Air India) বিশেষ চার্টার্ড বিমানে উঠে পড়েছে ভারতীয় দল (Team India)। ৪ জুলাই সকাল সকাল দিল্লি বিমানবন্দরে নামবে তারা। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা (Virat Kohli)। সাক্ষাৎ-পর্ব শেষ হলে ফের চার্টার্ড বিমানে মুম্বই পাড়ি দেবেন বিশ্বজয়ীরা। ভারতের ক্রিকেটীয় রাজধানীতে বিশেষ সূচি আছে। হুডখোলা বাসে চেপে মুম্বই শহর ঘুরবে ভারতীয় ক্রিকেট দল। লক্ষ লক্ষ মানুষ তাঁদের অভিনন্দন জানাবেন।
এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বজয়ী ভারতীয় দলের সূচি
- ৪ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৬.৩০টায় দিল্লি বিমানবন্দরে নামবেন রোহিত শর্মারা।
- কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সকাল ৯.৩০টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাড়ির উদ্দেশে রওনা দেবেন।
- মোদির সঙ্গে সাক্ষাতের পর চার্টার্ড বিমান ধরে মুম্বই যাবে ভারতীয় দল।
আরও পড়ুন: অস্ট্রিয়াকে ছিটকে দিয়ে শেষ আটে তুরস্ক
- গাড়ি চেপে ওয়াংখেড়ে স্টেডিয়ামের উদ্দেশে রওনা।
- স্টেডিয়াম চত্বরে এক কিমি দীর্ঘ পথ হুড খোলা বাসে চেপে প্যারেড।
- ওয়াংখেড়েতে ফিরে ছোট্ট অনুষ্ঠান এবং বোর্ড সচিব জয় শাহের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেবেন অধিনায়ক রোহিত শর্মা।
- সন্ধায় স্টেডিয়াম থেকে প্রত্যেকে নিজের নিজের গন্তব্যে রওনা দেবেন।
It’s coming home! #T20IWorldCup #WorldChampions pic.twitter.com/CFODe8t4Ag
— Nikhil Naz (@NikhilNaz) July 3, 2024
২৯ জুন ১৩ বছর পর বিশ্বকাপ জিতেছিল ভারত। কাপ নিয়ে রোহিত শর্মাদের দেশে ফেরার অপেক্ষায় গোটা দেশ। কিন্তু ঘূর্ণিঝড় বেরিলের জেরে বিশ্বজয়ীরা এখনও দেশে ফিরতে পারেননি। তাঁদের আনতে বার্বাডোজ বিমানবন্দরে (Barbados Airport) পৌঁছে গিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিশেষ চার্টার্ড বিমান।
ক্রিকেটারদের সঙ্গেই ক্যারিবিয়ান দ্বীপটিতে আটকে রয়েছেন বেশ কিছু ভারতীয় সংবাদ কর্মী। তাঁদেরও এই বিমানে বাড়ি ফেরার প্রস্তাব দিয়েছেন বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ (Jay Shah)। প্রসঙ্গত, হারিকেন বেরিলের আতঙ্কে ভারতীয় দলকে হোটেলে থেকে যাওয়ার পরামর্শ দিয়েছিল স্থানীয় প্রশাসন। টানা চারদিন তাঁরা বার্বাডোজেই আটকে আছেন। এবার দেশে ফিরবেন বিশ্বজয়ীরা, তাঁদের আগমনের অপেক্ষায় ভারতবাসী।
দেখুন অন্য খবর: