কলকাতা: রবিবার দিল্লি ক্যাপিটালসকে (DC) ৪৭ রানে হারিয়ে আইপিএল (IPL 2024) টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। সেই সঙ্গে তাদের নেট রান রেটেও অনেকটা উন্নতি হয়েছে। কিন্তু তা সত্ত্বেও কি প্লে অফে যেতে পারবেন বিরাট কোহলিরা (Virat Kohli)? রয়েছে নানাবিধ সমীকরণ।
প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তাদের লক্ষ্য এখন প্রথম দুইয়ে শেষ করা, সোমবার গুজরাত টাইটান্সকে (GT) হারাতে পারলেই সেই লক্ষ্য পূর্ণ হবে। রাজস্থান রয়্যালস (RR) ১২ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়েছে, বাকি দুই ম্যাচের একটা জিতলেও প্লে অফের টিকিট নিশ্চিত। অর্থাৎ দিল্লিকে বাদ দিলে বাকি দুই স্পটের জন্য লড়ছে চার দল।
আরও পড়ুন: খেতাবি দৌড়ে টিকে আর্সেনাল, ম্যান ইউতে অন্ধকার
দিল্লি বড়জোর ১৪ পয়েন্ট পেতে পারে, সেই সঙ্গে তাদের রান রেটও খারাপ, তাই অকল্পনীয় কিছু না ঘটলে তাদের সুযোগ নেই। তিন এবং চার নম্বরের জন্য জোর লড়াই চেন্নাই সুপার কিংস (CSK), সানরাইজার্স হায়দরাবাদ (SRH), আরসিবি এবং লখনউ সুপার জায়ান্টসের (LSG)। এদের মধ্যে সবথেকে ঢিলে অবস্থা কোহলিদেরই, কারণ তাদের ১২ পয়েন্ট ১৩ ম্যাচ খেলে।
Effort 💯 Vibes 💯 Love for this team ♾️
Banter, Validation and Enjoying each other’s success. Here’s more from the dressing room after last night’s win. 🥹❤️#PlayBold #ನಮ್ಮRCB #IPL2024 #RCBvDC pic.twitter.com/GIsJzm3wEp
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 13, 2024
সবথেকে ভালো জায়গায় আছে হায়দরাবাদ। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট তাদের। অর্থাৎ প্যাট কামিন্সরা (Pat Cummins) আর একটা ম্যাচ জিতলেই কোহলিদের বিদায়ঘণ্টা বাজবে। কমলা বাহিনীর শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ যথাক্রমে গুজরাত ও পঞ্জাব। যদি ধরে নেওয়া যায়, দুর্ভাগ্যক্রমে হায়দরাবাদ হেরে গেল, তাতেও বেঙ্গালুরুর পথ নিষ্কণ্টক হচ্ছে না।
একই সঙ্গে লখনউকে শেষ দুটোর একটা ম্যাচ হারতে হবে। এতসব হিসেব মিললে তারপর শেষ ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে আর এক অঙ্ক। ওই ম্যাচ শুধু জিতলেই হবে না বড় ব্যবধানে জিততে হবে। হয় ১৮ রানে জিততে হবে নয়তো সিএসকে-র রান ১৮.১ বলে তুলে দিতে হবে, তবেই নেট রান রেটে ধোনিদের পিছনে ফেলবেন কোহলিরা।
দেখুন অন্য খবর: