কলকাতা: চরমসীমা অতিক্রান্ত। তাই আইপিএলের (IPL) প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি তাদের রিটেনশন লিস্ট (Retention List) জানিয়ে দিল। নামীদের কেউ কেউ যেমন তাঁদের দলে থেকে গেলেন আবার অনেককেই উঠতে হবে নিলামে। যেমন শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ এবং কে এল রাহুল, তিন অধিনায়ককে ছেড়ে দিয়েছে তাদের ফ্র্যাঞ্চাইজি। আবার রোহিত শর্মা, এম এস ধোনি এবং বিরাট কোহলি তাঁদের দলেই আছেন।
এক নজরে দেখে নেওয়া যাক কোন দল কাদের ধরে রাখল:–
কলকাতা নাইট রাইডার্স (KKR)
সুনীল নারিন, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা এবং রমনদীপ সিং।
সানরাইজার্স হায়দরাবাদ (SRH)
হেনরিক ক্লাসেন, প্যাট কামিন্স, ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা এবং নীতীশ কুমার রেড্ডি।
আরও পড়ুন: শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিল KKR! ধরে রাখল কাদের?
রাজস্থান রয়্যালস (RR)
সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, যশস্বী জয়সওয়াল, সন্দীপ শর্মা, ধ্রুব জুরেল এবং শিমরন হেটমায়ার।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)
বিরাট কোহলি, রজত পতিদার ও যশ দয়াল।
চেন্নাই সুপার কিংস (CSK)
ঋতুরাজ গায়কোয়াড়, এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, মাথিশা পাথিরানা।
লখনউ সুপার জায়ান্টস (LSG)
নিকোলাস পুরান, মায়াঙ্ক যাদব, রবি বিষ্ণোই, মহসিন খান, আয়ুষ বাদোনি।
গুজরাত টাইটানস (GT)
রশিদ খান, শুভমান গিল, সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া, শাহরুখ খান।
দিল্লি ক্যাপিটালস (DC)
অক্ষর প্যাটেল, অভিষেক পোড়েল, ট্রিস্টান স্টাবস, কুলদীপ যাদব।
পঞ্জাব কিংস (PBKS)
শশাঙ্ক সিং এবং প্রভসিমরন সিং।
মুম্বই ইন্ডিয়ান্স (MI)
রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া।
দেখুন অন্য খবর: