কলকাতা: নিউজিল্যান্ডের (New Zealand) কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজ হারল। বিষয়টা হজম করতে কষ্ট হলেও, এটাই সত্যি। যে ফলাফল অতি বড় কিউয়ি সমর্থকরাও আশা করেননি, তাই হল। বেঙ্গালুরু টেস্টে (Bengaluru Test) হারের পর পরাজয় হল পুনেতেও (Pune Test)। মুম্বইয়ে এবার সম্মান পুনরুদ্ধারের লড়াই।
ঘরের মাঠে ভারত টেস্ট সিরিজ হারেনি এমন নয়। এই শতাব্দীতেই এর আগে তিনবার এই ‘দুর্ঘটনা’ ঘটেছে। কবে, কার বিরুদ্ধে তা ঝালিয়ে নেওয়া যাক।
২০০০ সাল, দক্ষিণ আফ্রিকা: একবিংশ শতকের একেবারে গোড়ায় ভারতে দুই টেস্টের সিরিজ খেলতে এসেছিল প্রোটিয়া ব্রিগেড। ভারতকে ২-০ হারিয়ে যায় তারা। ঘরের মাঠে ওই একবারই হোয়াইটওয়াশ হয়েছে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হার ভারতের
২০০৪ সাল, অস্ট্রেলিয়া: ২০০৪ সালে ভারত সফরে আসে অস্ট্রেলিয়া, খেলে চারটি টেস্ট ম্যাচ। বেঙ্গালুরুতে প্রথম টেস্ট ২১৭ রানে জেতে অজিরা। চেন্নাইতে পরের টেস্ট ড্র হয়। এরপর নাগপুরে ৩৪২ রানের বিশাল ব্যবধানে জিতে সিরিজ পকেটে পরে অস্ট্রেলিয়া। মুম্বইতে ১৩ রানে জেতে ভারত, তারা সিরিজ হারে ১-২ ফলে।
২০১২ সাল, ইংল্যান্ড: ঘরের মাঠে এটাই সাম্প্রতিকতম সিরিজ হার ভারতের। আমেদাবাদে চেতেশ্বর পুজারার ডাবল সেঞ্চুরিতে ভর করে জেতে এম এস ধোনির ভারত। পরের টেস্টে মুম্বইতে ১৮৬ রানের ইনিংস খেলেন কেভিন পিটারসেন। তারপর মন্টি পানেসর এবং গ্রেম সোয়ানের স্পিন জুটিতে ঘায়েল হয়ে ১০ উইকেট হারে ভারত। তৃতীয় টেস্ট ছিল কলকাতায়। ইডেন গার্ডেন্সে ১৯০ করেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। পানেসর-সোয়ান জুটি ফের ভারতকে শেষ করে দেয়। নাগপুরে চতুর্থ টেস্ট ড্র হয়, ইংল্যান্ড সিরিজ জেতে ২-১ ফলে।
দেখুন অন্য খবর: