
কলকাতা: বুধবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) মাঝপথেই আচমকা ক্রিকেটকে গুডবাই জানালেন তিনি। ২০২৪ সালে অশ্বিন সহ বেশ কিছু কিংবদন্তি ক্রিকেটার। এই প্রতিবেদনে রইল তেমন কয়েকজনের কথা।
জেমস অ্যান্ডারসন: টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবথেকে উইকেট নেওয়া পেসার এ বছরই অবসর নিয়েছেন। টেস্ট ক্রিকেটে ৭০৪ উইকেটের মালিক প্রিয় খেলাকে বিদায় জানিয়েছেন ১২ জুলাই।
ডেভিড ওয়ার্নার: তিন ফর্ম্যাটে সফল অস্ট্রেলীয় ব্যাটার বছরের একেবারে গোড়ায়, ৪ জানুয়ারি অবসর নিয়েছেন। বর্ডার-গাভাসকর ট্রফিতে তাঁর খেলার একটা জল্পনা তৈরি হয়েছিল, যদিও তা বাস্তবে পরিণত হয়নি।
আরও পড়ুন: এত তাড়াহুড়ো! অশ্বিনের সিদ্ধান্তে অবাক হরভজন সিং
বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা: দীর্ঘ ১১ বছরের আইসিসি ট্রফির খরা কেটেছে এ বছরই। টি-২০ বিশ্বকাপ জিতেছে রোহিত শর্মার ভারত। কিন্তু সেই ঐতিহাসিক মুহূর্তের কিছু পরেই টি২০ ফর্ম্যাট থেকে অবসর নেন রোহিত, কোহলি এবং জাদেজা।
টিম সাউদি: নিউজিল্যান্ডের সর্বকালের সেরা পেসারদের মধ্যে একজন সাউদি। টি২০ ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। তবে এ বছর তিনি ক্রিকেটকে গুডবাই জানিয়েছেন দীর্ঘতম ফর্ম্যাট থেকে। সাদা জার্সি পরে ব্ল্যাক ক্যাপদের হয়ে আর খেলবেন না তিনি।
এই তালিকায় আছে আরও এক কিউয়ি পেসারের নাম। প্রধানত টেস্ট ক্রিকেট খেলা নিল ওয়াগনার ২০২৪-এই অবসর নিয়েছেন। দীনেশ কার্তিক সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, এখন তিনি আরসিবির ব্যাটিং মেন্টর। অবসর নিয়েছেন শিখর ধাওয়ান, মইন আলি এবং সাকিব আল হাসানও।