কলকাতা: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) বনাম সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ম্যাচ চলাকালীন অশালীন ধারাভাষ্যের অভিযোগ সামনে এল। অশালীন ধারাভাষ্যের বিরুদ্ধে বোর্ডের হস্তক্ষেপ দাবি করেছেন দর্শকদের একাংশ। অভিযোগ উঠেছে ভোজপুরি ভাষার ধারাভাষ্যকারদের উপর। হায়দরাবাদের ইনিংসের ১৯তম ওভারে ঘটেছে এই ঘটনা। তখন বল করছিলেন মিচেল স্টার্ক। তাঁর বলে একের পর এক বড় শট মারছিলেন হায়দরাদের হেনরিখ ক্লাসেন। মিড উইকেটের উপর দিয়ে ক্লাসেন একটি ছক্কা মারার সময় ধারাভাষ্যকারের যে শব্দ ব্যবহার করেছেন তা অশালীন বলে দাবি দর্শকদের একাংশের।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ২৮)
ধারাভাষ্য দেওয়ার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভোজপুরি ছবির দুই নায়ক তথা রাজনীতিবিদ মনোজ তিওয়ারি, রবি কিষণ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহকে ট্যাগ করে এক্স হ্যান্ডলে অনেকেই সেই ভিডিয়ো শেয়ার করেছেন। তাঁদের দাবি, বোর্ডের এই বিষয়ে হস্তক্ষেপ প্রয়োজন। উল্লেখ্য, চলতি বছরে একাধিক ভাষায় সম্প্রচারিত হচ্ছে আইপিএল (IPL 2024)। ইংরেজি, হিন্দির পাশাপাশি বাংলা, ভোজপুরির মতো আঞ্চলিক ভাষাতেও সম্প্রচারিত হচ্ছে আইপিএল।
Hey @ravikishann @ManojTiwariMP @JayShah will you going to sack these monsters as they are degrading our language in such a vulgur way.. These bastard commentators don’t know Bhojpuri at all… Shame on them @IPL https://t.co/bcmpIxGU3o
— KK SINGH (@Krishna28298084) March 25, 2024
আরও খবর দেখুন