কলকাতা: টি২০তে সাম্প্রতিক কালে ভারতীয় দলে তিন নম্বরে ব্যাট করতে নামছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। বুধবার ফার্স্ট ডাউনে নামেন তিলক বর্মা এবং তারপরের কাহিনি সবার জানা। দক্ষিণ আফ্রিকার বোলারদের ধুনে দিয়ে ৫৭ বলে অপরাজিত ১০৬ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন তিলক। তাঁর ইনিংসটাই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে। সিরিজের তৃতীয় ম্যাচ জিতে ভারত ২-১ এগিয়ে গিয়েছে।
চমকপ্রদ ইনিংসের পর তিলকের প্রশংসায় পঞ্চমুখ সাধারণ দর্শক থেকে বিশেষজ্ঞরা। তবে সাফল্যের কৃতিত্ব অধিনায়ককে দিচ্ছেন ম্যাচের নায়ক। তিলক বলছেন, অধিনায়ক সূর্য আমায় সুযোগ দিয়েছেন, সমস্ত কৃতিত্ব তাঁরই প্রাপ্য।
আরও পড়ুন: রঞ্জিতে পাঁচ উইকেট নিলেন শচীন-পুত্র অর্জুন
এদিকে সূর্য বলছেন, তিলক আমার রুমে এসে জিজ্ঞেস করে যে ওকে তিন নম্বরে ব্যাট করতে দেব কি না। আমি সম্মতি দিয়েছিলাম এবং বললাম নিজের মতো করে খেলো। তিলক সুযোগ পেয়েছে এবং সেটা কাযে লাগিয়েচগে। ও আর ওর পরিবারের জন্য আমি খুব খুশি।
প্রসঙ্গত, বুধবার প্রথমে ব্যাট করে ২১৯ করেছিল ভারত। তিলকের সেঞ্চুরি ছাড়াও ভালো রান করেন অভিষেক শর্মা। তিনটি চার এবং পাঁচটি ছয় সহ ২৫ বলে ৫০ করেন তিনি। প্রোটিয়াদের জয়ের আশা দেখাচ্ছিলেন হেনরিখ ক্লাসেন। তিনি আউট হতে আশায় জল পড়ে যায়। কিন্তু শেষ বেলায় অসম্ভবকে প্রায় সম্ভব করে ফেলেছিলেন মার্কো জ্যানসেন। ১৭ বলে ৫৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। তবে শেষরক্ষা হয়নি, ভারত জিতে যায় ১১ রানে।