কলকাতা: লাঞ্চের সময় ৬৪ বলে ৫৩ রানে অপরাজিত ছিলেন ট্রাভিস হেড (Travis Head)। আশঙ্কা তখনই হচ্ছিল। সেই আশঙ্কা সত্যি হল, দুরন্ত সেঞ্চুরি করলেন তিনি। ১০০ পার করার পর যেন আরও মারমুখী হয়ে উঠলেন হেড। অ্যাডিলেডের (Adelaide) গোলাপি বল টেস্ট (Pink Ball Test) থেকে একাই ভারতকে গভীর চাপে ফেললেন। টি-এর সামান্য আগে ১৪১ বলে ১৪০ করে আউট হলেন তিনি। টি-এর সময় অস্ট্রেলিয়া এগিয়ে ১৫২ রানে।
ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, ওডিআই বিশ্বকাপের ফাইনালে যন্ত্রণা দিয়েছিলেন, এদিনও মাথাব্যথার কারণ হয়ে উঠলেন হেড। যন্ত্রণা আরও বাড়ালেন মহম্মদ সিরাজ (Mohammad Siraj) এবং ঋষভ পন্থ (Rishabh Pant)। শতরানের খানিকটা আগে হেডের ক্যাচ মিস করলেন এই দু’জন। দুটোই এমন কিছু কঠিন ছিল না। পন্থ তো জঘন্য পোজিশনিংয়ের কারণে ক্যাচ ধরার চেষ্টাই করতে পারলেন না। বল হেডের ব্যাটে খোঁচা লেগে পন্থ এবং ফার্স্ট স্লিপে দাঁড়ানো বিরাট কোহলির (Virat Kohli) মাঝখান দিয়ে চলে গেল।
আরও পড়ুন: নায়ক স্টার্ক, অ্যাডিলেডে প্রথম দিনেই চাপে ভারত
Siraj abused Travis Head.
Travis Head abused Siraj.
And now the crowd is hooting on every ball of Siraj.
BGT is peaking 🔥pic.twitter.com/WT63qSB5Kp
— Vishal. (@SPORTYVISHAL) December 7, 2024
অস্ট্রেলিয়ার লিড এখনই ১০০ ছাড়িয়ে গিয়েছে। ১৫০-২০০ হলে কিন্তু এ ম্যাচ ভারতের জেতা প্রায় অসম্ভব হয়ে পড়বে। ছয় উইকেট পড়েছে অজিদের। একদিকে হেড ঘাঁটি গাড়লেও অন্যদিক থেকে উইকেট ফেলতে হবে ভারতকে। না হলে সমূহ বিপদ। দীর্ঘদিন পর রানের মুখ দেখলেন তিনি মার্নাস লাবুশেন। তবে তিন অঙ্কে পৌঁছতে পারলেন না অজি ব্যাটার। ৬৪ রান করে প্যাভিলিয়নে ফিরলেন।
দেখুন অন্য খবর: