কলকাতা: তারকা ডিফেন্ডার আনোয়ার আলিকে (Anwar Ali) নিয়ে মাঠের বাইরেই চলছে ‘কলকাতা ডার্বি’। আগের মরসুমে মোহনবাগানে (Mohun Bagan SG) খেলা আনোয়ারকে সই করিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। কিন্তু এ মরসুমে আদৌ তাঁর লাল-হলুদ জার্সিতে খেলা হবে কি না সন্দেহ। রয়েছে বিস্তর আইনি জটিলতা।
২০২৩-২৪ মরসুম শুরুর আগে চার বছরের জন্য দিল্লি এফসি (Delhi FC) থেকে লোনে মোহনবাগানে এসেছিলেন আনোয়ার। সবুজ-মেরুন রক্ষণের স্তম্ভ হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু ফিফার নতুন নিয়ম অনুযায়ী লোনে এক বছরের বেশি কারও সঙ্গে চুক্তি করা সম্ভব নয়।
আরও পড়ুন: লর্ডসে গার্ড অফ অনার, ৭০৪-এ থামলেন অ্যান্ডারসন
এই নিয়ম মাথায় রেখেই আনোয়ারকে সই করিয়ে নিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু এরপর আসরে নামে মোহনবাগান। তারা জানিয়ে দেয়, এর শেষ দেখে ছাড়বে। বাগান শিবিরের এত আত্মবিশ্বাসের কারণ, ফিফার (FIFA) নতুন নিয়ম ভারতীয় ফুটবলে এখন চালু হয়নি। প্রত্যেক দেশের ফুটবল নিয়ামক সংস্থাকে ২০২৫ সালের জানুয়ারি মাস পর্যন্ত সময় দিয়েছে ফিফা।
২০২৪ সালের জানুয়ারি থেকে যেসব ফুটবলারের লোন ডিল হয়েছে, তাঁদের ক্ষেত্রেই এই নিয়ম খাটবে। কিন্তু আনোয়ারকে তার অনেক আগে লোনে নিয়েছিল মোহনবাগান। তাই এখন না চাইলেও তাঁকে বাগানেই থেকে যেতে হবে। বাগান শিবির ছাড়পত্র না দিলে ইস্টবেঙ্গল কেন, কোনও ক্লাবেই খেলতে পারবেন না তিনি।
দেখুন অন্য খবর: