লাহোর: পাকিস্তান (Pakistan) ক্রিকেট দলে নেতৃত্ব বদল। বিশ্বকাপে ব্যর্থতার পর তিন ফর্ম্যাটেই অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন বাবর আজম (Babar Azam)। পিসিবি (PCB) জানিয়ে দিল, টি২০তে অধিনায়ক হচ্ছেন শাহিন আফ্রিদি (Shaheeen Afridi) এবং টেস্টে শান মাসুদ (Shan Masoood)। ৫০ ওভারের ফর্ম্যাটে নতুন নেতার নাম ঘোষণা করা হয়নি। সম্ভবত উইকেটকিপার ব্যাটার মহম্মদ রিজওয়ানকে (Mohammad Rizwan) সেই দায়িত্ব দেওয়া হবে।
বিশ্বকাপ (CWC 2023) থেকে ছিটকে যাওয়ার চারদিন পরেই ইস্তফা দিয়েছিলেন বাবর। লিগের নয় ম্যাচের মধ্যে পাঁচটাতেই হেরে যায় পাকিস্তান। তার মধ্যে ছিল ভারত (India) এবং আফগানিস্তানের (Afghanistan) কাছে পরাজয়। এই দুই ম্যাচ পাকিস্তানের কাছে সম্মানের লড়াই। প্রবলভাবে সমালোচিত হয় বাবরের অধিনায়কত্ব। এমনকী ব্যর্থ হওয়া সত্ত্বেও ইমাম উল হক, শাদাব খান, মহম্মদ নওয়াজদের খেলিয়ে যাওয়ায় বাবরের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল।
আরও পড়ুন: অশুভ শক্তির বিনাশ করলেন শামি, ভারত ফাইনালে
Presenting our captains 🇵🇰@shani_official has been appointed Test captain while @iShaheenAfridi will lead the T20I side. pic.twitter.com/wPSebUB60m
— Pakistan Cricket (@TheRealPCB) November 15, 2023
সোশ্যাল মিডিয়া এক্স-এ (টুইটার) তিনি লেখেন, “আজ আমি সব ধরনের ফর্ম্যাটে পাকিস্তানের অধিনায়ক পদ থেকে সরে যাচ্ছি। এই সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল কিন্তু এটাই একেবারে ঠিক সময়।” খেলোয়াড় হিসেবে তিন ফর্ম্যাটেই খেলতে চান বাবর এবং নতুন অধিনায়ককে সাহায্য করতে রাজি। তিনি লেখেন, “প্লেয়ার হিসেবে তিন ফর্ম্যাটেই পাকিস্তানের প্রতিনিধিত্ব করে যাব। আমার অভিজ্ঞতা দিয়ে নতুন অধিনায়ক এবং দলকে সাহায্য করব। অধিনায়কত্বের দায়িত্বে আমার উপর আস্থা রাখায় আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই।”