কলকাতা: বাংলায় হকি (Hockey) খেলা যেন বিলুপ্তপ্রায় প্রাণীর মতো। একা কুম্ভ হয়ে লড়াই করে চলেছে কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব (Kolkata Union Sporting Club)। ক্রিকেট (Cricket) এবং ফুটবলের (Football) পাশাপাশি ১০৬ বছর ধরে তারা হকিও চালিয়ে যাচ্ছেন। হাল না ছাড়া মনোভাবের পুরস্কার এল, দ্বিতীয় ডিভিশন থেকে প্রথম ডিভিশনে উঠল ইউনিয়ন স্পোর্টিংয়ের হকি দল। সেই আনন্দে হকি তো বটেই ক্রিকেট এবং ফুটবল খেলোয়াড়দেরও সম্মাননা জ্ঞাপন করল ক্লাবটি। অনবদ্য এই কর্মসূচিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ক্যালকাটা সোশ্যাল প্রোজেক্ট সংস্থা।
আরও পড়ুন: নিয়মরক্ষার ম্যাচে প্রথম ১১ বদলাবে ভারত?
এই অনুষ্ঠানে ক্লাব প্রাঙ্গণে উপস্থিত ছিলেন কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট শিবাজি দত্ত, প্রখ্যাত হকি খেলোয়াড় পার্থ মুখোপাধায়, ইউনিয়ন স্পোটিং ক্লাবের কর্মকর্তা অনিরুদ্ধ ও বাবলু কোলে।
সভাপতি শিবাজি দত্ত বলেন, “ইউনিয়ন স্পোর্টিং এমন একটি বিরল ক্লাব যারা ১০৬ বছর ধরে ক্রিকেট, ফুটবল এবং হকির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত এবং বাংলার ক্রীড়ামানের উন্নতির পিছনে আমাদের অবদান রয়েছে। আজ তারই ফলস্বরূপ দ্বিতীয় ডিভিশন থেকে প্রতিটি খেলায় জিতে প্রথম ডিভিশনে উত্তীর্ণ হয়েছে। আমাদের খেলোয়াড়রা খুবই কষ্ট করে খেলেছে, আর্থিক প্রতিকূলতা, নানারকম প্রতিবন্ধকতা সত্ত্বেও তারা খেলেছে। তাদের পাশে আমরা দাঁড়িয়েছি, সহায়তা করেছি।” দীর্ঘ ১০ বছর পর প্রথম ডিভিশনে উত্তরণ যেন এই ক্লাবের নবজাগরণ।
দেখুন অন্য খবর: