কলকাতা: গত ২৪ এবং ২৫ নভেম্বর হয়ে গেল আইপিএলের (IPL 2025) মেগা নিলাম। দেশ-বিদেশের বহু ক্রিকেটার কয়েক লক্ষ থেকে কয়েক কোটি টাকা মূল্যের বিনিময়ে ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছেন। কেরিয়ারের সায়াহ্নে চলে যাওয়া খেলোয়াড় থেকে মাত্র ১৩ বছর বয়সি বৈভব সূর্যবংশীর দাম কোটিতে উঠেছে। কিন্তু কোনও দলই পাননি গুজরাতের উইকেটকিপার-ব্যাটার উরভিল প্যাটেল (Urvil Patel)। অথচ টি২০ ক্রিকেটে অবিশ্বাস্য ব্যাটিং করে চলেছেন তিনি।
মঙ্গলবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) উত্তরাখণ্ডের বিরুদ্ধে ৩৬ বলে শতরান করলেন উরভিল। এই ফর্ম্যাটে ভারতীয় হিসেবে চতুর্থ দ্রুততম সেঞ্চুরি এটাই। শেষ পর্যন্ত ৪১ বলে ১১০ রান করে অপরাজিত ছিলেন উরভিল। তাঁর ইনিংসে ছিল আটটি চার এবং ১১টি ছয়। এই ইনিংসের দাপটেই ৬.৫ ওভার বাকি থাকতে আট উইকেটে জিতে যায় গুজরাত।
আরও পড়ুন: ফুরফুরে মেজাজে ভারত, অ্যাডিলেডে পৌঁছলেন রোহিতরা
এটাই প্রথম নয়। গত ২৭ নভেম্বর এর থেকেও বিস্ফোরক ইনিংস খেলেছিলেন উরভিল। মাত্র ২৮ বলে সেঞ্চুরি করে ভারতীয় হিসেবে এই ফর্ম্যাটে দ্রুততম শতরানের নজির গড়েন তিনি। ভেঙে দেন ২০১৮ সালে এই টুর্নামেন্টেই দিল্লির হয়ে হিমাচল প্রদেশের বিরুদ্ধে ঋষভ পন্থের (Rishabh Pant) ৩২ বলে সেঞ্চুরির রেকর্ড। ২৮৪ রান করে এ বছর মুস্তাক আলি ট্রফিতে এখন সর্বোচ্চ রানের মালিক উরভিল। অথচ তাঁকে অগ্রাহ্য করেছে আইপিএলের প্রতিটি ফ্র্যাঞ্চাইজি।
৩০ লক্ষ টাকা বেস প্রাইসে নিলামে নিজের নাম নথিভুক্ত করেছিলেন ২৬ বছর বয়সি উরভিল। কিন্তু এবার তাঁকে কেউ দলে নেয়নি। ২০২৩ মরসুমে ২০ লক্ষ টাকা বেস প্রাইসে তাঁকে কিনেছিল গুজরাট টাইটান্স, তবে সেবার একটা ম্যাচেও খেলার সুযোগ পাননি। মুস্তাক আলিতে চোখধাঁধানো পারফরম্যান্স তাঁর ভাগ্য ফেরায় কি না সেটাই দেখার।
দেখুন অন্য খবর: