
কলকাতা: রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হেড কোচ পদে যোগ দিয়েছেন বিশ্বজয়ী কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। সেই শিবিরেই যোগ দিলেন ভারতীয় দলে তাঁর ডেপুটি পদে থাকা বিক্রম রাঠোর (Vikram Rathour)। ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ রাজস্থানের ব্যাটিং কোচ পদে যোগ দিলেন। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি সোশ্যাল মিডিয়ায় এই খবর নিশ্চিত করেছে।
২০১৯ ওডিআই বিশ্বকাপের পর থেকে ভারতীয় দলের দায়িত্বে আসেন রাঠোর। বিদেশে টেস্ট ম্যাচে দলের লোয়ার অর্ডার ব্যাট হাতে যে প্রতিরোধ দেখিয়েছে, তার জন্য রাঠোরকেই কৃতিত্ব দিয়েছে ওয়াকিবহাল মহল। ২০২১-২২ সালে অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক বর্ডার-গাভাসকর ট্রফি জয়ের সময়েও ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন তিনিই।
আরও পড়ুন: লাঞ্চের আগেই তিন উইকেট খোয়াল বাংলাদেশ
Rathour bhi, Royal bhi! ?
T20 World Cup winning coach Vikram Rathour joins our support staff and reunites with Rahul Dravid! ?? pic.twitter.com/YbGvoMQyrv
— Rajasthan Royals (@rajasthanroyals) September 20, 2024
২০২৪ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে দায়িত্ব ছেড়েছেন রাঠোর। তাঁর জায়গায় এসেছেন অভিষেক নায়ার, যিনি কলকাতা নাইট রাইডার্সের (KKR) দায়িত্বে ছিলেন দীর্ঘদিন। নায়ারকে জাতীয় দলে নিয়ে এসেছেন বর্তমান হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ভারতের হয়ে যেমন গম্ভীর-নায়ার জুটিকে দেখা যাচ্ছে, আইপিএল ২০২৫-এ রাজস্থানের হয়ে দেখা যাবে দ্রাবিড়-রাঠোর জুটিকে।
রয়্যালস ফ্র্যাঞ্চাইজির তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে লেখা হয়, “রাঠোর ভি, রয়্যাল ভি! টি২০ বিশ্বকাপ জয়ী কোচ আমাদের সাপোর্ট স্টাফে যোগ দিলেন এবং রাহুল দ্রাবিড়ের সঙ্গে পুনর্মিলিত হলেন।” বিশ্বকাপ জয়ী কোচিং স্টাফ জুটি রাজস্থানকে কতটা সাফল্য এনে দিতে পারে, সেটাই দেখার।
দেখুন অন্য খবর: