কলকাতা: মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় বিনেশ ফোগটকে (Vinesh Phogat) প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) ফাইনালে খেলতে দেওয়া হয়নি। তবে ক্রীড়া জগতের কোর্ট অফ আরবিট্রেশনে (CAS) রুপোর জন্য আবেদন জানিয়েছেন ভারতীয় কুস্তিগির। আজ, মঙ্গলবার এই মামলায় চূড়ান্ত রায়দান করা হবে। জানা গিয়েছে, বিনেশের আবেদনের বিরুদ্ধাচরণ করে আদালতের দ্বারস্থ ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (UWW) সংস্থা।
UWW আইনের দোহাই দিয়েছে। কিন্তু বিশ্ব কুস্তির নিয়ামক সংস্থার আইনেও ফাঁক আছে, যা কাজে লাগাতে পারে বিনেশের পক্ষ। UWW-র দাবি, ওজন মাত্র ১০০ গ্রাম বেশি হলেও তা আইনত অগ্রাহ্য করা যায় না। বিনেশের জন্য কোনও ব্যতিক্রম হতে পারে না, তাঁকে রুপোর পদক দেওয়ার প্রশ্নই নেই। তবে প্যারিস অলিম্পিক্সে আইনের ব্যতিক্রম ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: রোহিত-বিরাট আর কতদিন? ভবিষ্যদ্বাণী করলেন ভাজ্জি
WW-র আইন অনুযায়ী, রেপেচেজ হিসেবে পুনরায় খেলার সুযোগ পান তাঁরাই যাঁরা সেই ইভেন্টের ফাইনালিস্টের কাছে হেরেছিলেন। জাপানি কুস্তিগির ইউয়ি সুসাকিকে (Yui Susaki) ব্রোঞ্জ ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়েছিল, তিনি প্রথম রাউন্ডে বিনেশের কাছে হেরেছিলেন। কিন্তু বিনেশ তো ফাইনালে খেলতেই পারেননি। তার মানে এখানে নিয়মভঙ্গ হয়েছে। নিয়মানুযায়ী সুসাকির রেপেচেজ হিসেবে খেলার কথাই নয়। শোনা যাচ্ছে। এই প্রসঙ্গ উত্থাপন করেই ক্রীড়া আদালতে লড়বেন বিনেশের আইনজীবী হরিশ সালভে (Harish Salve)।
দেখুন অন্য খবর: